৪৪ তম বইমেলায় ইউনিসেফ এগিয়ে এল শিশুদের বিকাশের লক্ষ্যে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই ফেব্রুয়ারি ২০২০ : ৪৪ তম আন্তর্জাতিক বইমেলায় এস সি পি সি আর-এর সাথে সহযোগিতায় ইউনিসেফে শিশুদের বিকাশের জন্য এগিয়ে এল।
শিশুদের জন্য যে স্টল হয়েছিল তা উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা, উপস্থিত ছিলেন পরিচালক শুদেষ্ণা রায়, সঙ্গীত শিল্পী সুরজিত চ্যাটার্জি, বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত সহ অনেকে। শিশুদের জন্য গান শুনিয়ে মাতিয়ে তোলেন শিল্পী সুরজিত। বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত উৎসাহিত হয়ে নিজে গান ধরেন এবং বলেন প্রান্তিক শিশুদের বিকাশ ঘটাতে হবে। আজও গ্রামে শিশু কন্যাদের উপর অত্যাচার হয়। তাদের বাল্য বিবাহ নিয়ে সচেতন করতে হবে। মন্ত্রী শশী পাঁজা বলেন, সরকার বহুভাবে উদ্যোগ নিচ্ছে যাতে গ্রাম ও শহরের শিশুদের সচেতন করা যায়। এই সব শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা অচিরেই হারিয়ে যাচ্ছে যা আমাদের দায়িত্ব নিয়ে প্রকাশ্যে আনতে হবে।