প্রথম পাতা

রাজপুর সোনারপুরের সি আই সি নজরুল মন্ডলের উদ্যোগে বর্ষার আগে জল নিকাশিকে তরাহ্নিত করতে ৭টি পাম্পিং স্টেশন

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১২ই জুন ২০২২ : সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভা অন্তর্গত গড়িয়া স্টেশন এলাকায় প্রতিবছর বর্ষা আসার আগে থেকেই মানুষ আতঙ্কে ভুগতে শুরু করে। এর কারণ গড়িয়ার ভৌগলিক চিত্রটা একেবারেই অন্য, গড়িয়া স্টেশনের পুরো এলাকাটা একটা কড়াই-এর মতো আর তাই বর্ষার জল জমে থাকে নিষ্কাশনের জন্য অনেক সময় নিয়ে নেয়। তাই এবার বর্ষার আগেই রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডলের উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে উন্নততর নিকাশি পরিকাঠামোর লক্ষ্যে ৭টি নুতন পাম্পিং স্টেশন স্থাপন করা হচ্ছে।

এই কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ১ নং ওয়ার্ড থেকে ৮ এবং ২৭ নং ওয়ার্ড থেকে ২৯ নং ওয়ার্ড, মোট ১১টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটবে। নিকাশি দপ্তরের আধিকারিকগণের সুদীর্ঘ পরিকল্পনায় নিম্নের সাতটি স্থান চিহ্নিত করে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে জানান সি আই সি নজরুল আলি মন্ডল। এই কাজকে সামনে রেখে অনেকেই ঘোলা জলে মাছ ধরতে এবং সুবিধা নিয়ে নিজেদের প্রচারে নামতেই পারেন কিন্তু এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব সি আই সি নজরুল আলি মন্ডলের। যে সব স্থানে পাম্পিং স্টেশন হচ্ছে তার তালিকা নীচে দেওয়া হল।

১নং ওয়ার্ডে বড়বটতলা,
৬ নং ওয়ার্ডে বোয়ালিয়া 45B বাস স্ট্যান্ড ও গড়িয়া রেল ব্রিজ সংলগ্ন স্থান,
৪ নং ওয়ার্ডে পাঁচপোতা পুরানো পোস্ট অফিস, সবুজ সংঘ বাজার ও আদর্শ নগর লকগেট
৩নং ওয়ার্ডে সবুজ সংঘ ক্লাব সন্নিকটে।
প্রত্যেকটি স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি নিরীক্ষণ করেছেন স্বয়ং নজরুল আলি মন্ডল। দ্রুততার সহিত কাজ সম্পূর্ণ করে উল্লিখিত বিস্তীর্ণ এলাকার নাগরিকবৃন্দকে এক মসৃণ পৌর পরিষেবা প্রদান করাই আমাদের বাসনা বলে জানান নজরুল আলি মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *