নজরুল আলি মন্ডলের তৎপরতায় সোনারপুরে ৪৫ উর্দ্ধ সব মানুষের সুষ্ঠভাবে করোনা ভ্যাকসিন হচ্ছে
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৫শে জুন ২০২১ : ভ্যাকসিন যে বড় বালাই। একটা সময় ছিল মানুষকে বলে বলে ভ্যাকসিন নেওয়ানো যায় নি। সকলের বক্তব্য ছিল আর কটা দিন দেখে নিয়ে ভ্যাকসিন নেবো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়েছে মানুষ এখন কে কার আগে নেবে সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে। এর পিছনে একটাই আতঙ্ক ধেয়ে আসছে তৃতীয় তরঙ্গ। শোনা যাচ্ছে এই তরঙ্গ নাকি আরও মারাত্মক হতে চলেছে।
সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে এবং রাজপুর সোনারপুর পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মণ্ডলের তৎপরতায় প্রতিদিন ৫০০০ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রতিদিন হয় বিধায়ক নাহয় নজরুল আলি মন্ডল ভ্যাকসিন কেন্দ্রে এসে সরজমিনে তদারকি করে যাচ্ছেন যাতে কারো কোন অসুবিধা না হয়। সবাই যেন সুষ্ঠভাবে ভ্যাকসিন নিতে পারে। প্রথম সকালে মানুষের হাতে কুপোন তুলে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে লাইন দিয়ে মানুষ ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। প্রতিটা ওয়ার্ড কো- অর্ডিনেটর তাদের ওয়ার্ড থেকেও প্রবীণ ও অসহায় বাসিন্দাদের ভ্যাকসিনের কুপোন দিচ্ছেন, এছাড়াও বিধায়কের প্রতিনিধিরাও পাশাপাশি মানুষকে ভ্যাকসিনের কুপোন বিতরণ করছেন যাতে মানুষকে কোন অসুবিধার মধ্যে পড়তে না হয়।পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাকরণের কাজও চলছে।
ভ্যাকসিন সেন্টারে ওয়ার্ড কো-অর্ডিনেটররা থাকছেন তার নিজের ওয়ার্ডের বাসিন্দাদের দেখভালের জন্য। প্রসঙ্গত বলতে হয় রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদার দায়িত্ব নিয়ে তার ওয়ার্ডের বাসিন্দাদের দেখাশোনা করছেন যাতে মানুষের কোনরকম অসুবিধা না হয়। একইভাবে বেশ তৎপর রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা। তিনিও কখনও নিজের ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের মনোবল বাড়াতে সাহস যোগাচ্ছেন। কোথাও কোনরকম জটিলতা তৈরি হলে উপস্থিত ইঞ্জিনিয়ার শুভাশিস বসু ও নজরুল আলি মন্ডলের সাথে যোগাযোগ করে তা সমাধান করছেন।মানুষকে আতঙ্ক থেকে নিশ্চিন্ত করতে যথেষ্ট তৎপরতার সাথে কাজ হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভায়।