প্রথম পাতা

করোনা দুর্গতদের পাশে গড়িয়ার আগুয়ান সংঘ ক্লাবের সদস্যরা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই এপ্রিল ২০২০ : গোটা বিশ্বে করোনার থাবায় মানুষ হিমশিম খাচ্ছে। সারা পৃথিবীতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ০৭ হাজার ৯১২ জন এবং মৃত্যুর সংখ্যা ৯৬, ৮১৩। করোনায় সুস্থ্য হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৮০ জন। সারা বিশ্বে মৃত্যুর সংখ্যায় আমেরিকা ছুঁতে চলেছে ইতালিকে।প্রথম সারির দেশের মধ্যে ইতালি সবার উপরে যেখানে ১,৪৩,৬২৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৮,২৭৯, আমেরিকায় ৪,৬৮,৭৮৫ আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৬,৬৯৭ জনের, স্পেনে ১,৫৩,২২২ আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৫,৪৪৭ জনের, ফ্রান্সের ১,১৭,৭৪৯ আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১২,২১০ জনের।

এরকম একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে গড়িয়ার শ্রীখন্ডা নতুনপাড়া আগুয়ান সংঘের উদ্যোগে করোনা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল প্রায় ২৫০ জনকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পৃষ্ঠপোষক পৌরপিতা তরুণ কান্তি মন্ডল ও সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই দত্ত।এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রতাপ কুমার দত্ত, ক্লাবের যুগ্ম সম্পাদক বিমল রায় ও অরিন্দম দত্ত সহ ক্লাবের সব সদস্যরা।অনুষ্ঠানে পাপাই দত্ত ও অরিন্দম দত্ত জানান, করোনার কারণে মানুষের যেখানে রোজগার বন্ধ, আয় নেই, বাইরে যাওয়া বন্ধ তাই প্রাথমিক অবস্থায় আমরা মানুষের পাশে খাদ্যসামগ্রী সাহায্য তুলে দিচ্ছি। প্রয়োজনে আবার এই ব্যবস্থা করবো। একটা কথা মাথায় রাখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে কাউকে অনাহারে বাঁচতে দেওয়া যাবে না।আমরা যেখানে খবর পাচ্ছি কোন পরিবার বা মেসে থাকা ছাত্রছাত্রীরা অনাহারে আছে সেখানেই আমরা পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *