ভোটের আগে পাটনা থেকে বিজেপি-র তিন বহিরাগত দূত সোনারপুরে, এলাকায় চাঞ্চল্য
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৪ঠা এপ্রিল ২০২১ : আজ সকালে সোনারপুর উত্তর বিধানসভায় বাইপাস সংলগ্ন ঢালাই ব্রিজের কাছে অটোস্ট্যান্ডে তিনজন অবাঙ্গালিকে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় অটোচালকদের। এই তিন যুবক অটোচালকদের কাছে এসে জানতে চায় গোটা সোনারপুর উত্তর বিধানসভায় সারাদিন ঘুরতে কত ভাড়া লাগবে। এই তিনজনের সাথে ছিল তিনটে মোটা পার্সেল যার উপর লেখা ছিল “বিজেপি”। এই দেখে অটোচালকদের সন্দেহ আরও বেড়ে যায়।
কিছু অপ্রীতিকর ঘটনা ঘটার আগে অটোচালকেরা তড়িঘড়ি করে নরেন্দ্রপুর থানায় খবর দেয়।নরেন্দ্রপুর থানা ঘটনাস্থলে পৌঁছালে এই তিন যুবককে তাদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। মমতা ব্যানার্জি যে সন্দেহ করছেন তা কিন্তু অমূলক নয় এই ঘটনা থেকে তা পরিস্কার। বাংলায় বহিরাগতদের দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের সময় পাটনা থেকে কেন তবে তিন যুবক সোনারপুর উত্তরে এসে হাজির হবে আবার সাথে “বিজেপি” মার্কা করা মোটা পার্সেল? স্থানীয় তৃনমূল নেতৃত্ব বারবার করে মানুষকে সচেতন করেছেন বহিরাগত দেখলেই যেন প্রশাসনের সাহায্য নেয় মানুষ, আজ আজ তাই হল।এই ঘটনার পর ঢালাই ব্রিজের তৃণমূলের দলীয় কার্যালয়ের নেতৃত্বরা এসে বিষয়টা সন্দহজনক দেখে পুলিশের হাতে ওই তিন যুবক সহ বিজেপি লেখা তিনটে পার্সেল তুলে দেয়।