টিভি নাইন নেটওয়ার্কের প্রথম কনক্লেভ ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে’-তে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৯ জানুয়ারি ২০২১: ভারতের নম্বর নং ১ নিউজ নেটওয়ার্ক টিভি নাইন গ্রুপের প্রথম কনক্লেভ ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে’-তে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। টিভি নাইন নেটওয়ার্কের নতুন বাংলা চ্যানেল টিভি নাইন বাংলার উদ্যোগে এই সারা দিনব্যাপি এই কনক্লেভ অনুষ্ঠিত হতে চলেছে আগামী শনিবার ৩০ জানুয়ারি আইটিসি সোনার বাংলা হোটেলে। টিভি নাইন বাংলা এই সারাদিনব্যাপী কনক্লেভটি অনুষ্ঠিত করবে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের বিভিন্ন বিষয় – “বঙ্গ যুদ্ধে গদির লড়াই” আলোচনা করার জন্য।
প্রায় একশো বছর আগেকার প্রখ্যাত কংগ্রেস নেতা গোপাল কৃষ্ণ গোখলের বিখ্যাত সেই উক্তি “হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো”-কে ভিত্তি করেই এই কনক্লেভের আয়োজন করেছে টিভি নাইন। আলোচনার কেন্দ্রে তাই থাকছে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন। টিভি নাইন কনক্লেভে এ বিষয়ে সামগ্রিকভাবে আলোচনায় অংশগ্রহণ করবেন রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির প্রধান প্রবক্তারা। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কনক্লেভে আলোচিত হবে বাংলার নির্বাচনে অসহিষ্ণুতা, নির্বাচনের আগে হিংসা কেন বেড়ে যায়, সংখ্যালঘু ভোট, হিন্দুত্ব ফ্যাক্টর, নন্দীগ্রাম ফ্যাক্টর, দুর্নীতি ও বহিরাগত সমস্যার মতো বিষয়। টিভি নাইনের এই কনক্লেভে দর্শকাসনেও দিনভর উপস্থিত থাকবেন বাংলার বহু গুণীজন। সন্ধের শেষ সেশনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
টিভি নাইন বাংলা এবং টিভি নাইন ভারতবর্ষ নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এই কনক্লেভ। টিভি নাইন বাংলার বিসনেজ হেড, গৌতম সরকার জানিয়েছেন, “টিভি নাইন নেটওয়ার্কের বর্তমানে ছ’টি চ্যানেল আছে – তেলেগু, কান্নাডা, হিন্দি, মারাঠি, গুজরাটি ও বাংলা।প্রতি সপ্তাহে হিন্দি, তেলেগু, গুজরাটি ও তামিল মিলিয়ে মোট ৩০ কোটি দর্শকদের ঘরে পৌঁছানোর জন্য দেশের নম্বর ১ নিউজ নেটওয়ার্ক হয়ে উঠেছে টিভি নাইন।”
টিভি নাইন নেটওয়ার্কের ডিজিটাল হেড এবং ডেপুটি ম্যানেজিং এডিটর, অমৃতাংশু ভট্টাচার্য্য এব্যাপারে জানিয়েছেন, “টিভি নাইন বাংলা নিজেদের ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে খবরের আন্তর্জাতিক মান তৈরী করেছে। এছাড়া, সাংবাদিকতার নতুন দিকনির্দেশক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতেও আমরা বদ্ধপরিকর যার দ্বারা সাধারণ দর্শক নিরপেক্ষ খবর জানতে পেরে লাভবান হবেন।” প্রচারে : ক্যান্ডিড কম্যুনিকেশন