প্রথম পাতা

আহারে বাহারে হরেক রকমের মধ্যে দিয়ে শেষ হল নবনালন্দা মেলা ২০২০

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৫ই ফেব্রুয়ারি ২০২০ : রাজ্যের মধ্যে নবনালন্দা স্কুলের সুনাম যথেষ্ট। প্রতিবছর এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশে দেখা যায় রাজ্যের মেধা তালিকায় প্রথম ২০ স্থানের মধ্যে থাকে। শুধু যে পড়াশুনোয় নবনালন্দা সেরাদের মধ্যে আছে তা কিন্তু নয়, সিএবি পরিচালিত আন্তঃ স্কুল ক্রিকেটেও তাদের বেশ সুনাম আছে, এছাড়া সাংস্কৃতিক স্তরেও তাদের মেধা অতুলনীয়। যার প্রকাশ পাওয়া যায় স্কুল পরিচালিত “নবনালন্দা মেলায়”।১৯৯৬ সালে শুরু হয় প্রথম নবনালন্দা মেলা।প্রতি এক বছর অন্তর এই মেলা হয় সাদার্ন এভিনিউতে স্কুলের সামনে কর্পোরেশনের এভিনিউতে।এবছর তিনদিনের নবনালন্দা মেলা সদ্য সমাপ্তি ঘটল। মেলায় যেমন ছিল জামা কাপড়ের দোকান, তেমন ছিল খাবারের দোকান, আবার ছিল স্কুলের কচিকাঁচাদের জন্য গেমস পার্লার। এছাড়াও ছিল বিভিন্ন রকমারি সাজের ও হাতের কাজের সম্ভার।

কিন্তু সব থেকে আকর্ষনীয় ছিল স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা সামগ্রীর স্টল। আলোর ঝলমলের মধ্যে স্কুলের কচিকাঁচাদের উৎসাহ ছিল দেখার মত। স্কুলের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের এক মিনন উৎসব হয়ে উঠেছিল এই মেলা প্রাঙ্গন। মেলা ঘুরতে এসে ছাত্রছাত্রীদের দেখা গেল পুরাতন ও নতুন ক্লাসের শিক্ষক এবং শিক্ষিকাদের সাথে সেলফি তোলার ধুম। মেলার শেষ প্রান্তে ছিল সাংস্কৃতিক মঞ্চ। সেখানে স্কুলের ছাত্রছাত্রী ও বাইরের প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গীত পরিবেশন বেশ মাতিয়ে তুলেছিল মেলার আমেজকে। মেলা প্রাঙ্গনে স্কুলের প্রিন্সিপ্যাল অরিজিত মিত্রের উপস্থিত ও নজরদারি মেলাকে আরও সমৃদ্ধ করে তোলে। প্রবেশ মূল্য থাকলেও সেই টিকিটের উপর ছিল লটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *