প্রথম পাতা

বিদায়ী পৌরমাতা অশোকার নেতৃত্বে রাজপুর সোনারপুর ৩ নং ওয়ার্ডে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৬ই জুলাই ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের নেতৃত্বে আজ রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে ৬টা জায়গায় বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা-র নেতৃত্বে ওয়ার্ডে কালীমাতা ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নতুন দিয়াড়া, সবুজ সংঘ, শান্তি নগর মোড়, পুলিশ পাড়া এলাকায় এই কর্মসূচী পালন করা হয়। তবে আজকের এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন না ওয়ার্ডের বিধায়ক প্রতিনিধি জয়ন্ত সেনগুপ্ত।

একপ্রকার এখান থেকেই আগামী পৌর ভোটের দামামা বাজিয়ে দিল তৃণমূল দল। কেন্দ্রের জনবিরধী নীতির বিরুদ্ধে মানুষের জনরোষ তৈরি করতে রাস্তায় নেমে পড়ল তৃণমূল দল। যেখানে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম তলানিতে এসে ঠেকেছে সেখানে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন বেড়ে চলেছে। তার উপর করোনা পরিস্থিতিতে মানুষ রোজগার হারিয়েছে, চাকরি বিপন্ন, অর্থসঙ্কটের মুখে মানুষ সেখানে কেন্দ্রের মোদী সরকার পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার ফলে মানুষের নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে চলেছে।

মানুষের এই অসহায় ও বিপদ্গ্রস্থ পরিস্থিতির পাশে তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠন গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করেছে। আজ রাজপুর সোনারপুর ৩ নং ওয়ার্ডের এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা, দেবাশিস চৌধুরী (বুয়া), জগদীশ নস্কর, সৌম্যদীপ মন্ডল, অখিল নস্কর, নারায়ণ নস্কর, সঞ্জীব মন্ডল, সঞ্জয় নস্কর, সুমন সরদার, শ্রাবনী দাস সহ অনেকে।মমতা ব্যানার্জির নির্দেশে গোটা জুলাই মাসে এধরনের একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করেছেন।অশোকা বলেন বিধায়কের নির্দেশে দলীয় নেত্রী মমতা ব্যানার্জির সব কর্মসূচী পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *