প্রথম পাতা

রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ওয়ার্ডের একাংশকে জীবাণুমুক্ত করলেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২রা জুন ২০২০ : একদিকে করোনার ভয়ঙ্কর থাবা আবার তার উপর সাইক্লোন, কোথায় যাবে মানুষ। করোনার থাবায় গোটা বিশ্বে আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৪, ৪০, ২৭৮ যার মধ্যে সুস্থ হয়েছেন ২৯,৪৬,৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ৩,৮০,২৬৫ জনের।তবে একটা স্বস্তির বিষয় আজ গোটা বিশ্বে মৃত্যুর হার ১% কমেছে।এদিকে কেন্দ্র ও রাজ্যে সরকার লকডাউন পরিস্থিতিতে কিছুটা শিথিল করে বর্তমানে আনলক ১ ঘোষণা করেছেন যেখানে অফিস, বাস পরিষেবা থেকে বেশ কিছু পরিষেবা খুলে দিয়েছে। কিন্তু এই আনলকের ফলে অনেকে ভাবছে রাজ্যে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১৪১ যেখানে সুস্থ হয়েছেন ২৩০৬ জন এবং মৃত্যু হয়েছে ৩২৫ জনের। ভারতে মৃত্যুর হার মাত্র ৫% যেখানে গোটা বিশ্বে মৃত্যুর হার ১২% থেকে কমে ১১% হয়েছে।

কিন্তু মানুষের মধ্যে করোনা আতঙ্ক যেভাবে বসে গেছে তাতে মানুষ আজ সন্ত্রস্থ ও আতঙ্কিত কারণ কেন্দ্র ও রাজ্য সরকার ঘোষণা করেছেন সকলকে করোনা নিয়েই বাঁচতে হবে। তাই মানুষকে কিছুটা আতঙ্কমুক্ত করতে উদ্যোগী হয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার। সাম্প্রতিক পাপিয়া হালদার তাঁর ওয়ার্ডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বালিয়া ও শ্রীনগর এলাকায় নিজে উপস্থিত থেকে স্যানিটাইজ করলেন।এখনও পর্যন্ত এই ওয়ার্ডে করোনা আক্রন্তের তেমন খবর না থাকলেও কলকাতা লাগোয়া ওয়ার্ড হওয়ার কারণে তিনি বালিয়া নফর চন্দ্র বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটা ব্যাঙ্ক ও এটিএম কাউন্টার স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করালেন। এরফলে এই এলাকার মানুষ কিছুটা চিন্তামুক্ত হয়েছেন।মূলত ব্যাঙ্ক ও এটিএম কাউন্টারে মানুষের যাতায়াত অনেক বেশি এবং বিভিন্ন ওয়ার্ডের মানুষ এই ব্যাঙ্ক বা এটিএম ব্যবহার করেন সুতরাং সংক্রমণের আশঙ্কা থেকেই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *