প্রথম পাতা

দীর্ঘ বিশ্রামের পর সাংসদ মিমি এবার আমফান দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ২৫শে মে ২০২০ : বিদেশে শুটিং করতে করতে মাঝপথে দেশে ফিরে আসেন সাংসদ মিমি চক্রবর্তী করোনার কারণে। এরপর তিনি দীর্ঘদিন বাড়িতে বিশ্রামে ছিলেন। কিন্তু তাতে তাঁর লোকসভা কেন্দ্রের কোন কাজ বন্ধ থাকে নি। লকডাউন পরিস্থিতিতে তাঁর প্রতিনিধি দল আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যের বিচক্ষণতায় তৎপরতার সাথে মানুষের পাশে থেকে সাহায্য করে গেছেন।এবার আমফান ঘর্নিঝড়ের পর দুর্গত ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নিজেই নামলেন রাস্তায়।তিনি বলেন, ” আমরা আবার ঘুরে দাঁড়াবোই ” এই বিপর্যয় ঠিক কাটিয়ে উঠবো। সাম্প্রতিক বারুইপুর, সোনারপুর এবং ভাঙ্গরে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন সাংসদ মিমি চক্রবর্তী ও তার প্রতিনিধি দল। যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষদের সাথে দেখা করে, কথা বলেন ও সাহায্যের হাত বাড়িয়ে আশ্বস্ত করেন যে এই লড়াইয়ে সাংসদ ও তার দল সবসময় তাদের সাথে আছে।এলাকা পরিদর্শনের পর প্রশাসনের মিটিং-এ ঠিক করা হয় পরবর্তী পদক্ষেপ কি হবে আর কিভাবে আমরা একসাথে সবাই মিলে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারবো ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী এই প্রবল দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয় নিয়ে বারাইপুর এস.ডি.ও অফিসে মাননীয়া এস.ডি.ও মহাশয়ার সাথে মিটিং করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান। এরপর তিনি দুপুরে সোনারপুর বি.ডি.ও অফিসে যান এবং বি.ডি.ও-র সাথে মিটিং করেন এবং সোনারপুরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। তারপর সেখান থেকে বেরিয়ে তিনি দুপুর ২টোয় আসেন ভাঙ্গড়ের পোলেরহাট তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে গিয়ে ভাঙ্গড়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে মিটিং করেন এবং পরে ভাঙ্গড়ের কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সর্বত্রই সাংসদ সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলেন এবং সকলকে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্যের জন্য আশ্বস্ত করেন।ভাঙড়ে তিনি রামজানে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *