প্রথম পাতা

গড়িয়ায় সব ওয়ার্ডে তৃনমূল জয়ী, মানুষের রেকর্ড ভোটে জয়ী নজরুল আলি মণ্ডল

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২রা মার্চ ২০২২ : রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টা ওয়ার্ডের মধ্যে ১টা নির্দল জয়ী হয়েছে। গোটা ৩৫টা ওয়ার্ডের মধ্যে ২৭ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী নজ্রুল আলি মন্ডল রেকর্ড ভোটে জয়ী হয়ে নজির গড়লেন। তিনি দেখিয়ে দিলেন কোন রিগিং না, বুথ জ্যাম না, সেভাবে প্রচারের আড়ম্বর ছাড়াই শুধুমাত্র মানুষের ভোটে ৯২৬০ ভোটে জয়ী হলেন। এর আগের বোর্ডে নজ্রুল আলি মডল সি আই সি (জল) ছিলেন। এবার দেখার দল তাকে কি বড় দায়িত্ব তুলে দেয়।

এছাড়া গড়িয়ায় ৭টা ওয়ার্ডের ফল দেখা গেলেও সেখানে তৃনমূল কংগ্রেস উন্নয়নের ভোটে জয়ী হয়েছে। ১নং ওয়ার্ডে তৃনমূল প্রার্থী পিন্টু দেবনাথ জয়ী হয়েছেন ৬২২৪ ভোটে জয়ী, ২ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া হালদার মন্ডল ৪৫৯৭ ভোটে পুনরায় জয়ী হয়েছেন, ৩নং ওয়ার্ডের ফল এখনো আমাদের কাছে পৌছায় নি, ৪ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী বিভাস মুখার্জি ৬৪৮৭ ভোটে পুনরায় জয়ী, ৫ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী বানী নাগ আমাদের কাছে আসা খবর অনুযায়ী ৩৩২৭ ভোটে জয়ী, ৬ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী দিপালী নস্কর ২১৭৭ ভোটে পুনরায় জয়ী এবং ৭ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেস প্রার্থী রঞ্জিত মন্ডল ৭৮৭৬ ভোটে পুনরায় জয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টা ওয়ার্ডের মধ্যে সোনারপুর উত্তর বিধানসভার ১৭টা ওয়ার্ডের মধ্যে নতুন মুখের জয় হয়েছে। ৩নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী পিন্টু দেবনাথ, জয়ন্ত সেনগুপ্ত, বানী নাগ, মফরজল হোসেন, পাপিয়া মুখার্জি, গোপাল দাস, সুশান্ত দাস (লাল্টু), বরুণ সরকার, সালমা সুলতানা ও দেবব্রত মন্ডল মানুষের আশির্বাদে জয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *