রক্তদান শিবিরে রূপান্তরকামীদের সামিল করে নজির করলেন বিধায়ক ফিরদৌসী
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৪ই জুন ২০২১ : গোটা রাজ্যে যখন করোনার কারণে সকলে আতঙ্কিত ঠিক সেই সময় করোনা আবহে বিধিনিষেধ মেনে সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক ফিরদৌসী বেগম রক্তসঙ্কটের কথা মাথায় নিয়ে দফায় দফায় রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন।
সাম্প্রতিক কামালগাজি ওড়ালপুলের নীচে এক রক্তদান শিবিরের আয়োজন করেন বিধায়ক ফিরদৌসী বেগম। এই রক্তদান শিবিরে সোনারপুরের রূপান্তরকামীদের সামিল করে নজির গড়লেন।এই ধরনের মহতি অনুষ্ঠানে সমাজের এই শ্রেনীর সদস্যারা নিজেদের সামিল করতে চাইলেও কেউ তাদের সামিল হতে দেয় না। এদের এটাই আক্ষেপ কিন্তু সেই জায়গায় এই রক্তদান শিবিরে প্রায় ২০ জন তৃতীয় লিঙ্গের সদস্যা উপস্থিত থেকে রক্তদান করলেন।আজও সমাজে কূ-সংস্কারকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু এই অনুষ্ঠানে সামিল হতে পেরে এই তৃতীয়লিঙ্গের সদস্যারা বেশ তৃপ্ত, আপ্লুত ও সন্তুষ্ট। তারা জানায় সমাজের জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, আমরাও এই সমাজের একটা অংশ। আজ বিধায়ক ফিরদৌসী বেগম ও নজরুল আলি মন্ডল যেভাবে আমাদের এই রক্তদান শিবিরে আমন্ত্রণ করেছেন তাতে আমরা বেশ সম্মানিত। আমরা সকলে অনাদের পাশে ছিলাম ও থাকবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাপিয়া হালদার, অশোকা মৃধা, পিন্টু দেবনাথ, বিশ্বজিত দাস, পাপাই দত্ত সহ অনেকে।