বিজেপি-র দুই বিধায়ক সুনীল সিং ও বিশ্বজিৎ দাস মমতার দরজায়
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই ফেব্রুয়ারি ২০২১ : নির্বাচনের আগে তৃনমূলের ঘর ভাঙতে গিয়ে এবার বিজেপি-র ঘর ভেঙে গেল। বিজেপি মতুয়া সম্প্রদায়কে সামনে রেখে ধর্মের রাজনীতি করতে গিয়ে এবার বিপাকে পড়েছে। এবার মাতুয়াদের অভিযোগ বিজেপির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিধানসভা নির্বাচনের আগেই মতুয়াদের নাগরিকত্বের প্রমাণ পত্র হাতে তুলে দেওয়ার পাশাপাশি নাগরিকত্ব আইন চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে নতুন মোড় নিল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে গিয়ে বেশ কিছুক্ষণ একান্তে তার সঙ্গে বৈঠক করেন বিজেপি-র দুই বিধায়ক সুনীল সিং এবং বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করলেও চেম্বার থেকে বেরোনোর পরে আলোচনার বিষয়বস্তু জানাতে সম্মত হননি। এমনকি বনগাঁর বিজেপি বিধায়ক বিশ্বজিৎ এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এই দুই বিজেপি বিধায়কের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হবে বলে মনে করছেন অনেকে। কিছুদিনের অপেক্ষায় এই বৈঠকের পরিণতি সবার প্রকাশ্যে চলে আসবে। এরাই নিজেদের বিজেপিতে থাকার অভিজ্ঞতার কথা মানুষের সামনে তুলে ধরবে।আর এতেই বিজেপি নির্বাচনের আগে বিপাকে পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।