CAB বা CAA ধারায় NRC, OCI কারা হবে? তাদের ভারতে কি অবস্থান হবে?
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৯শে ডিসেম্বর ২০১৯ : কি এই OCI? এই OCI মানে হল Overseas Citizen of India. এই সার্টিফিকেট হোল্ডারদের ভিন্ন দেশের পাসপোর্ট হোল্ডার হতে হবে।এই OCI কারা? আইনে বলা আছে ভারতের বাইরে থাকা কেউ যদি ভারতে ৬ই জানুয়ারি ১৯৫০ সাল ও পরে ভারতের নাগরিক থাকে তাদের OCI বলা হবে। এই OCI হোল্ডাররা রেশন কার্ড পাবে না, এই OCI হোল্ডাররা ভারতে ছয় মাসের মেয়াদে থাকতে পারবে। এই OCI হোল্ডাররা ভারতে একাধিকবার প্রবেশ করতে পারবে অথবা তাঁরা লাইফটাইম ভিসা পেতে পারে। তাঁরা বিনা রেজিস্ট্রেশনে ভারতে যেকোন স্থানীয় পুলিশ স্টেশনে নাম নথিভুক্ত করে ভারতে বসবাস করতে পারবে।
এই OCI বৈধ কার্ড হোল্ডাররা শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্থান বাদে যেকোন দেশের নাগরিক হিসাবে বসবাস অথবা কাজ করতে পারবে।PIO (Person of Indian Origin) ভারতে মাত্র ১৮০ দিন বসবাস করতে পারবে কিন্তু OCI হোল্ডাররা ভারতে সারা জীবন বসবাস করতে পারবে।NRI বা OCI ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আঁধার কার্ড লিঙ্ক করতে পারবে না। NRI বা OCI আঁধার কার্ডের অধিকারী হতে পারবে না। OCI হোল্ডাররা ভারতে কোন সম্পত্তি কিনতে পারবে শুধুমাত্র কৃষি সম্পত্তি ছাড়া।
তাঁরা কোন সম্পত্তি লিজে নিতে পারবে তবে তা মাত্র পাঁচ বছরের জন্য। অধিকাংশ সরকারি চাকরিতে ভারতীয় নাগরিক হতে হয় তাই OCI কখনই সরকারি চাকরির আবেদন করতে পাবে না। তবে কিছু সরকারি চাকরি আছে যেখানে বিদেশী হিসাবে চাকরি পাওয়া যেতে পারে, সেই চাকরি পেতে পারে।যারা ভারতীয় নাগরিক তাঁরা রেসিডেনশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু যারা নন রেসিডেনশিয়াল তাঁদের NRO-NRE ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। এরা ভরতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।
ভারতে কোন যুবতীকে বিবাহ করে OCI অধিকার পেতে পারে যদি সেই বিবাহ ভারতে দু বছরের হয়।OCI হোল্ডাররা ইমকাম ট্যাক্স দিতে পারবে কিন্তু সেই ট্যাক্সের হার ভারতীয় নাগরিকদের থেকে অনেক বেশি। OCI হোল্ডারদের আজীবনকাল ভিসা দেওয়া সম্ভব কিন্তু নাগরিকত্ত্ব দেওয়া সম্ভব নয়।
PIO কারা? PIO হল আফঘানিস্থান, পাকিস্থান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, চীন, ইরান ও নেপাল দেশ বাদ দিয়ে অন্য কোন দেশের বৈধ পাসপোর্ট অধিকারী নাগরিক কিন্তু তাদের ভারতে পূর্ব পুরুষের পারিবারিক পরিচয় থাকতে হবে। PIO কার্ড ৩১শে মার্চ ২০২০ পর্যন্ত বৈধ। যাদের এই কার্ড হাতে লেখা আছে তাদের অনুরোধ জানানো হচ্ছে তা OCI কার্ড আবেদন করে নতুন কার্ড নিতে নতুবা তাঁরা আর ভারতে থাকতে পারবে না। PIO মানে যাদের পূর্বপুরুষ ভারতে বসবাস করতো কিন্তু বর্তমানে তাদের বংশধরেরা বিদেশের নাগরিক হয়ে আছে। কিন্তু এই OCI কার্ড হোল্ডাররা যদি কোনভাবে ভারতীয় নিয়মাবলি লঙ্ঘন করে তবে তাদের কার্ড বাজেয়াপ্ত হবে এবং তখন তাঁরা ভারতে থাকার যোগ্যতা হারাবে।