নির্বাচনের প্রাক্কালে ছাত্রছাত্রীদের ক্রেডিটকার্ডের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৩০শে জুন ২০২১ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাজ্যের সব ছাত্রছাত্রীদের ১০ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করবেন। বিরোধীরা ও সমালোচকেরা অনেক মন্তব্য করেছিলেন, মানুষকে ভুল বুঝিয়েছিলেন নির্বাচনের সময়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃতীয়বার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে তিনি যা কথা দেন তা তিনি রাখতেও জানেন।
১. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকার লোন পাওয়া যাবে। সবাই পাবে
২. শিক্ষা দফতরের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। 18001028014 টোল ফ্রি নম্বরে ফোন করে ডিটেলস পাওয়া যাবে
৩. ক্লাস ১০ থেকে শুরু করে গবেষণা করতে চাইলেও লোন পাওয়া যাবে। বিদেশে পড়াশোনা করতে চাইলেও লোন মিলবে
৪. কম্পিটিটিভ এগজামের জন্যও লোন মিলবে। পরীক্ষা দিতে গিয়ে কোচিং নিলেও পাওয়া যাবে লোন।
৫. বইখাতা, টিউশন ফি, কোর্স ফি থেকে হোস্টেল ফি, কম্পিউটার বা ল্যাপটপ কেনার টাকাও মিলবে
৬. লোন পাওয়া যাবে ৪০ বছর পর্যন্ত।
৭. লোন শোধ করার সময়সীমা ১৫ বছর পর্যন্ত
৬. লোনের ক্ষেত্রে ইন্সিওরেন্স থাকবে। গ্যারান্টার সরকার।
৭. সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হত। নতুন করে বারো লক্ষ সাইকেল দেওয়া হবে। ২০২০ সালের ক্লাস ৯ ও ২০২১ এর ক্লাস ৯-এর ছাত্রছাত্রী নভেম্বরের মধ্যে পাবেন
৮. ট্যাব দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পে। ক্লাস ১২ এ উঠলে, ১০ হাজার পাবেন।