খাওয়া-দাওয়া

পুজোর ক’দিন স্বাদে শারদে দিনে রাতে আনলিমিটেড হুল্লোড় সল্ট লেকের ডি’ সোভরানি হোটেলে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩০শে সেপ্টেম্বর ২০১৯ : পুজো মানেই হুল্লোড় আর পেট পুড়ে আহার।সেই আহারের বাহার নিয়ে এবার পুজোয় সল্ট লেকের সিটি সেন্টারের নিকট ডি’সোভরানি হোটেলে চালু হতে চলেছে “স্বাদে শারদে দিনে রাতে আনলিমিটেড হুল্লোড়”। মানে খুবুই পরিস্কার, পুজোর ক’দিন যেমন ইচ্ছে আর যত ইচ্ছে খান এই হোটেলে। এবার জানতে হবে কি কি থাকছে মেনুতে। মেনুতে দুরকমের বাফেট আছে, ৪ঠা অক্টোবর থেকে ১০ ই অক্টোবর পর্যন্ত স্যান্ডে দুপুরে ও রাতের জন্য মাত্র ৬৬টি পদের বাফেটের খরচ পড়বে ৯৯৯ টাকা, থাকবে ঠাণ্ডা পানীয়।অন্যটি হল মাত্র ৪৫ রকমের খাবার যার খরচ ৫৯৯ টাকা মাদক পানীয় বাদে যা পরিবেশিত হবে ব্যাঙ্কয়েট হলে।

এটি দুপর ১২টা থেকে শুরু থাকবে রাত ২টো পর্যন্ত, থাকবে ঠাণ্ডা পানীয়। এছাড়া হুল্লোড়ের মধ্যে থাকবে ধুনুচি ধুঙ্কি, বং কালেকশন, ঢাকের তালে ধুনুচি নাচ, শারদীয়া সরবত ইত্যাদি। বার লাইব্রেরিতে থাকবে বঙ্গটেল মানে পানীয়। পঞ্চমীর দিন মাল্টিকুজিন ডিনার এবং দশমীর দিন শুধু লাঞ্চ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে লাঞ্চ ও ডিনার দুটোই থাকবে। দুপুরে খাবারের সময় ১২ টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত আর রাতের ডিনারের সময় হল সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।সবটাই জানালেন হোটেলের ম্যানেজিং ডিরেক্টর কমলিনী পাল। তবে সময় নষ্ট না করে চট করে নিজের টেবিল বুক করে ফেলুন পরিবার বা বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া আর হুল্লোড় করতে। প্রচারে : এফ ৩ ইনকর্পোরেশন। ছবি : গোপাল দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *