স্বাস্থ্য

করোনার তীব্রতা মোকাবিলা করতে কলকাতা কর্পোরেশনের ১১৪ নং গণ পরীক্ষা

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৪শে মে ২০২১ : করোনার দ্বিতীয় তরঙ্গ যেভাবে মৃত্যুর হার বাড়িয়েছে তাতে প্রশাসনের চোখ প্রায় কপালে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা প্রায় ১৫০ পেড়িয়ে চলেছে। কলাকাতা কর্পোরেশনের দক্ষিণ কলকাতার বেশ কেয়েকটা ওয়ার্ডে করোনার সংক্রমণ মারাত্বক পরিস্থিতি হওয়ার কথা সামনে আসতেই কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডে করোনা র‍্যাপিড পরীক্ষার ব্যবস্থা করেন বিদায়ী পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল।

কুদঘাট এলাকায় বাগান পাড়া, পূর্বশ্রী ক্লাব ও আনন্দপল্লী বটতলা এলাকায় প্রায় ৭১ জনের র‍্যাপিড পরীক্ষা হয়। এই ব্যাপারে বিদায়ী পৌরপিতা ও বর্তমানে পৌর সমন্বয়ক বিশ্বজিৎ মন্ডল বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পরিচালনায় করোনা

টেস্ট ১১৪ নম্বর ওয়ার্ডে কে এম সি স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় অনুষ্ঠিত হল।মানুষের মধ্যে করোনা প্রথম তরঙ্গের থেকে দ্বিতীয় তরঙ্গ নিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছে, এরপর আবার মানুষের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসের থাবা।আতঙ্কিত মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *