স্বাস্থ্য

হস্তমৈথন শরীরের জন্য আদৌ কি ক্ষতিকারক?

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই মার্চ ২০২০ : বিষয়টা খুবই ব্যক্তিগত হলেও কখনও এই বিষয়ের কারণে নিজের মধ্যে একটা বিষন্নতা তৈরি হতে পারে। হস্তমৈথুন হল আপনার শরীরের জননেন্দ্রিয় বা জেনিটাল (genital) কে উদ্দীপিত করা ওরগাজম এর লক্ষ্যে। হস্তমৈথুন একটি স্বাভাবিক এবং প্রচলিত প্রক্রিয়া। এর ফলে শুক্রাণু বা স্পার্ম (sperm) এর কোন ক্ষতি করে না।শুক্রানুর সংখ্যা সাময়িক ভাবে কমে যেতে পারে ,তবে কিছুদিন হস্তমৈথুন না করলে তা আবার স্বাভাবিক হয়ে যায় ।তবুও আপনি যদি প্রায়ই হস্তমৈথুন করেন তাহলে আপনার বীর্য কিছুটা তরল দেখা যেতে পারে। যেহেতু বীর্য তৈরি হয় অন্ডকোষে, তাই বেশি হস্তমৈথুনের ফলে, অণ্ডকোষে বীর্যরস তৈরিতে ব্যাঘাত ঘটতে পারে। বাড়তি বীর্য তৈরির চাপ সামলাতে হিমশিম খেতে পারে অণ্ডেকোষ। ফলে অণ্ডথলিতে ব্যাথা হওয়া অস্বাভাবিক নয়।অতিরিক্ত হস্তমৈথুনে মস্তিষ্কে বীর্য তৈরির হরমোনের ঘাটতিও দেখা দিতে পারে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যৌনাঙ্গে ব্যাথা ও প্রসাবে জালাপোড়া বেড়ে যায়।হস্তমৈথুন করার পরে শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা, হাত পা ঝিম ঝিম করা- এ সবই স্বাভাবিক। যা অন্য যে কোন কাজ করলে হয়। হস্তমৈথুন তখনই সমস্যা হয়ে দাঁড়ায় যদি এটা আপনার স্বাভাবিক জীবন -যাত্রা যেমন স্কুলে যাওয়া, কাজে যাওয়া বা মানুষের সাথে মেলামেশায় বাধা সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *