টিম চেরিয়ানের স্যালির সাথে যৌথ উদ্যোগে মেডিকা নিয়ে এল সেন্টার ফর লিভার ডিজিজ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৩শে আগস্ট ২০১৯ : কলকাতায় অবস্থিত মেডিকা হসপিটাল লিভার এর রোগের উন্নততর চিকিৎসা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করল ‘মেডিকা সেন্টার লিভার ডিজিজ’।এই প্রয়াসে সহযোগিতা করেছে প্রফেসর (ডঃ) টম চেরিয়ানের প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান লিভার ইন্সটিটিউট (স্যালি)।
প্রফেসর (ডঃ) টম চেরিয়ান এর আগে এইচপিবি সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের ন্যাশনাল ডিরেক্টর ছিলেন, যা ভারতের অন্যতম একটি সুবিশাল হাসপাতাল চেন।বর্তমানে তিনি হায়দরাবাদের নিজাম ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্স এর ট্রান্সপ্ল্যান্ট সার্জারির শিক্ষকতা করছেন। ইংল্যান্ড থেকে ভারতে আসার আগে তিনি ৪০০টির বেশি লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছিলেনএবং ভারতে থাকাকালীন ২৫০টি ট্রান্সপ্ল্যান্টের সাথে যুক্ত থেকেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল যে শেষ পাঁচ বছরে লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে শতকরা ৯০ ভাগ সাফল্য পেয়েছেন।এছাড়াও শেষ ৫০টি লিভার রিসেকশনের ক্ষেত্রে উনি সাফল্যের সাথে লিভার ক্যান্সারের চিকিৎসা করেছেন, যেগুলোর ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। এই কেসগুলো প্রত্যেকটিভীষণ জটিল ছিল চিকিৎসার দিক থেকে।
শুধু লিভার ট্রান্সপ্ল্যান্ট নয়, সামগ্রিক ভাবে লিভার এর চিকিৎসার ক্ষেত্রে পূর্ব ভারতে অগ্রণী হতে চায় মেডিকা সেন্টার ফর লিভার ডিজিজেস। লিভার, প্যানক্রিয়াস ও গল ব্লাডারের ক্ষেত্রে রোগের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে এখানে। শুধু তাই নয়, লিভার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে লিভিং ও ক্যাডেভার ডোনর – দুই রকম সুযোগই থাকছে এখানে।বলাই বাহুল্য, মেডিকা ছাড়া এইরকম চিকিৎসা পরিষেবার সুযোগ খুব কম জায়গাতেই রয়েছে।
ডঃ প্রদীপ্ত কুমার শেঠি, অভিজ্ঞ গ্যাসট্রোএনটেরোলজিস্ট ও হেপাটোলজিস্ট, ডিরেক্টর অফ গ্যাসট্রোএনটেরোলজি, মেডিকা সুপার স্পেশালটি হসপিটাল জানান,” লিভার এর রোগের চিকিৎসারজন্য আলাদা একটি বিশেষ সেন্টার ভীষণ সময়োপযোগী একটি পদক্ষেপ এবং এর ফলে, সামনের দিনগুলোতে আমরা লিভার এর রোগের চিকিৎসার ক্ষেত্রে আরো অগ্রসর হতে পারব।”
মেডিকা সেন্টার ফর লিভার ডিজিজ নিয়ে বলতে গিয়ে প্রফেসর (ডঃ) টম চেরিয়ান, সাউথ এশিয়ান লিভার ইন্সটিটিউট (স্যালির) এর প্রতিষ্ঠাতা বলেন,” আমরা লিভার এর রোগের চিকিৎসাবিশ্বমানের চাই। এই বিশ্বমানের চিকিৎসা হল লিভার এর রোগের চিকিৎসার ক্ষেত্রে কলকাতা আর লন্ডনের চিকিৎসায় কোন ফারাক থাকবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে লন্ডনে যেই মানের চিকিৎসা পরিষেবা আমরা দিয়ে থাকি, কলকাতায় তাই দেব। আমরা কলকাতার অনেক রোগীর সফল চিকিৎসা করেছি যারা ফিরে এসেছেন চিকিৎসার পর। তবে এরপর আর বাইরে নয়, এই দুর্দান্ত শহরেই লিভার এর রোগের সেরা চিকিৎসা পরিষেবার সুযোগ থাকবে।
ডঃ অলোক রায়, চেয়ারম্যান, মেডিকা গ্রুপ অফ হসপিটাল জানান,” লিভার এর রোগের চিকিৎসার জন্য এই সেন্টার একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য একটি মাইলফলক নয়, তার সাথে সাথে সমগ্র পূর্ব ভারতের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।আমাদের দুর্দান্ত সব ডাক্তার, সার্জেনের সাথে রয়েছে উপযুক্ত পরিকাঠামো যা লিভার এর রোগও জটিলতা পারদর্শিতার সাথে চিকিৎসা করতে সক্ষম।”
প্রফেসর (ডঃ) টম চেরিয়ান একজন বিশ্ব বিখ্যাত লিভার বিশেষজ্ঞ এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জেন।উনি ১৭ বছরের সুদীর্ঘ চিকিৎসক জীবনে ৬৫০র বেশি লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছেন।স্যালিতে উনি এবং ওনার টিম শেষ ১৪ বছরে লিভার সংক্রান্ত রোগ ও জটিলতা সামলেছেন সাফল্যের সাথে।লিভার ক্যান্সার, কি হোল সার্জারি, সপলিট লিভার ট্রান্সপ্ল্যান্ট, গল ব্লাডার ক্যান্সারেরচিকিৎসায় ওনার বিশেষ পারদর্শিতা রয়েছে। প্রচারে : পারফেক্ট রিলেশনস।