ফিরাদ হাকিম ও অরূপ বিশ্বাসের সহযোগিতায় কলকাতা কর্পোরেশনের ১১৩ ও ১১৪ নং ওয়ার্ডে চালু হল “মেগা করোনা ভ্যাকসিন সেন্টার” ১৮ উর্ব্ধ বয়সের
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২১শে জুন ২০২১ : রাজ্যেকে করোনা মুক্ত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় এক বিশেষ ড্রাইভ নিয়েছেন দুয়ারে ভ্যাকসিন ও ভ্যাকসিন অন হুইল এবং এর সাথে সূচনা হল “মেগা ভ্যাকসিন করোনা সেন্টার”। আজ কলকাতা কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সহযোগিতায় ও টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের নিদের্শে ও বিশেষ ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে সকল মানুষ কে সুস্থ রাখতে কলকাতা কর্পোরেশনের বোরো ১১ অন্তর্গত ১১৩ ও ১১৪ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে চাকদাহ স্কুলে “মেগা ভ্যাকসিন করোনা সেন্টার” আজ শুভ সূচণা করা হলো।
এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গোপাল রায়, পঃ বঃ সরকারের স্বাস্থ্য বিভাগের আধিকারিকগন সহ অনেকে। এই কেন্দ্র চালু হওয়াতে ১৮ উর্ব্ধ সব বয়সের মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এরফলে করোনার তৃতীয় তরঙ্গ অনেকটা রোধ করা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের প্রতিটা মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করবে রাজ্য সরকার, এই পদক্ষেপ তারই একটা অঙ্গ।