“নতুন অধ্যয় – মনের চাপের সাথে রক্তের রাসায়নিক যোগ”: ডাঃ. দেবাশিস ঘোষ এবং অনিন্দিতা গুহের
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৬ ই সেপ্টেম্বর ২০২৩ : গবেষণায় দেখা গেছে আমাদের রক্তে যে রাসায়নিকগুলি মনের চাপ বা স্ট্রেসের সাথে যুক্ত তা কি ভাবে মিলে মিশে কাজ করে। “প্লেটলেট সেরোটোনিন স্তর: মানব আচরণের এক গুরুত্বপূর্ণ বিষয় যা স্ট্রেস প্রতিক্রিয়া এবং সাইকোট্রপিক ওষুধের নির্বাচনকে তুলে ধরে। এই দুটি রাসায়নিক মনের চাপে একই সাথে কাজ করে।
এটি আমাদের চাপকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে।
আগে, মানুষের ধারণা ছিল এই রাসায়নিকগুলি জন্ম থেকেই একই থাকে, তবে গবেষণায় দেখা গেছে মানসিক চাপই এদের রাসায়নিক পরিবর্তনের কারণ। গবেষণায় মানুষের চাপের পরিবর্তন লক্ষ্য করে তাদের আলাদা আলাদা ভাবে গোষ্ঠীভুক্ত করা হয়েছে।
সেরোটোনিন বা ডোপামিন কম বেশি থাকার কারণে সমস্যার শুরু।
প্রধান গবেষক ডক্টর দেবাশিস ঘোষ বলেন, “এই রাসায়নিক পরীক্ষার মাধ্যমে আমাদের মানসিক চাপ বোঝা যায়। যেখানে চিকিৎসকেরা নিজের সুবিধা মতো চিকিৎসা বেছে নিতে পারে।