ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক দুনিয়ায় এক দিগন্তকারী স্যান্টেজিস হেলথ কেয়ার
পথ চলা শুরু হল স্যান্টেজিস হেলথ কেয়ারের। স্যান্টেজিস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের এই প্রথম প্রকল্প একটি ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক। যাদবপুরের সুলেখা মোড়ের এই চিকিৎসাকেন্দ্রে রয়েছে ন্যায্য মূল্যে সবরকমের অত্যাধুনিক প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার পরিষেবা। ক্লিনিকে রোগীরা পাবেন অভিজ্ঞ সুপার স্পেসালিস্ট চিকিৎসকদের পরামর্শ।
ভিন্ন পেশার দুই মহিলার স্বপ্নের উড়ান এই স্যান্টেজিস হেলথ কেয়ার। দুই বন্ধু প্রাক্তন শিক্ষিকা শ্রীমতি জয়ীতা দাস ও ইঞ্জিনিয়ারিং দ্রব্যের ব্যবসায়ী শ্রীমতি বাসন্তী দত্ত লকডাউনের সেই দুঃসহ দিনগুলিতে উপলব্ধি করেছিলেন স্বাস্থ্যক্ষেত্রে সাধারন মানুষের অসহায়তা। প্রয়োজনের তুলনায় আমাদের দেশে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা এখনও অপ্রতুল। নতুন কিছু করার তাগিদে তাই তাঁরা স্বাস্থ্য পরিষেবাকেই বেছে নিলেন শুরু হল মহিলা পরিচালিত উদ্যগ স্যান্টেজিস এর বাস্তবায়ন।
অন্যতম কর্নধার জয়ীতা দেবী জানালেন প্রকল্পের শুরু থেকেই তাঁরা যাদবপুর তথা দক্ষিন কলকাতার প্রবীন নাগরিক, মহিলা ও শিশুদের কথা মাথায় রেখেছিলেন। সেই জন্যই এখানকার প্রতিটি পরিষেবাতে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ও আকর্ষণীয় ছাড়। উদবোধণী দিনে তাঁর বিশেষ ঘোষনা যে এই কেন্দ্রের দুই কিলোমিটারের ব্যাসের মধ্যে পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী রোগীর প্যাথলজিক্যাল পরীক্ষার নমুনা বাড়ি থেকে সংগ্রহ করা হবে সম্পুর্ন বিনা মূল্যে। এঁদের টেস্ট রিপোর্টও বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জয়ীতা দেবীর কথায় একটি চিকিৎসা কেন্দ্রে শারীরিক ভাবে অসুস্থ মানুষেরাই পরিষেবা নিতে আসেন। আর একজন অসুস্থ মানুষকে স্বাচ্ছন্দ দিতে উন্নত পরিষেবার সঙ্গে ঘরোয়া পরিবেশ ও আন্তরিক ব্যবহারের উপরেই তাঁরা অধিক গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছেন।
অপর ডাইরেক্টর বাসন্তী দত্তর কাছে জানা গেল রক্ত, ইউরিন ও অন্যান্য সব ধরনের অত্যাধুনিক প্যাথোলজিক্যাল পরীক্ষার পাশাপাশি এখানে রয়েছে হ্ল্টার মনিটার বা কালার ডপলার-এর মতো হার্টের বিভিন্ন অত্যাধুনিক পরীক্ষার সুযোগ। খুব শীঘ্রই চালু হতে চলেছে ৯৬ স্লাইস সিটি স্ক্যান মেশিন। কলকাতার খুব কম কেন্দ্রেই এই ধরনের হাই এন্ডেড মেশিন আছে । গ্যাস্ট্রোএন্টেরলজিতে অত্যাধুনিক মানের এন্ডোস্কোপি ও কোলনোস্কোপির পাশাপাশি নিউরোলজিতেও রয়েছে ইইজি, ইএমসি বা এনসিভির মতো পরীক্ষার সুযোগ। প্যথলজিতে পরীক্ষার স্বচ্ছতা ও গুণমান বজায় রাখতে কোন রকম আপোষ করা হবে না। তাই এখানে সব সময় বিশ্ব মানের কিট ব্যবহার করা হবে। আর প্রতিটি ক্ষেত্রে উচ্চ ও উন্নত প্রযুক্তির পেছনে থাকছে টিম স্যান্টেজিস এর দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ দল।
ফরাসি ভাষায় স্যাণ্টে শব্দের অর্থ স্বাস্থ্য আর জিস মানে বিশিষ্ট। আসলে উন্নত, আধুনিক কিন্তু আন্তরিকতাপূর্ন পরিষেবা প্রদানই সংস্থার লক্ষ। সংস্থার কর্ণধাররা জানালেন অন্য কোন সংস্থার সঙ্গে প্রতিযোগীতা নয় প্রতিদিনই নিজের কাজে নিজেদের সেরা প্রমাণ করার লক্ষ্যে তাঁরা প্রথম দিন থেকেই কাজ করে যাবেন।
অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সংস্থার উদবোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মনোতোষ পাঁজা। উদ্বোধনের পর উপস্থিত প্রবীণ নাগরিকদের নিয়ে হৃদরোগ নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়। প্রফেসর পাঁজা মুল বক্তব্য রাখেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংস্থার পক্ষ থেকে জানান হয় শুধু পরিষেবা নয় সামাজিক দায়বদ্ধতার কারণে মাঝে মাঝেই তাঁরা বিভিন্ন বিষয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন।