চিত্রপুরী অঙ্কন স্কুলের ২১শে পা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, গড়িয়া স্টেশন, ১৩ই জুলাই ২০১৯ : সাম্প্রতিক গড়িয়া স্টেশনে চিত্রপুরী অঙ্কন স্কুলের ২১ বছর পূর্তীতে প্রতিবছরের মত এবছরও স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্কন পরীক্ষার ব্যবস্থা করা হয় নবগ্রাম যুব সংঘ ক্লাবে। স্কুলের কর্ণধার অলোক চৌধুরী জানান, বহু সংগ্রামের মধ্যে দিয়ে এই স্কুলের ২১ বছর হয়েছে। এবছর প্রায় ১০০ জনের মত ছাত্রছাত্রী চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা দিল। আগামী বছর আরও ছাত্রছাত্রী বাড়ার সম্ভবনা আছে কারণ আমার এই স্কুলে অভিজ্ঞ চিত্রশিল্পী বিশ্বনাথ সিংহ-এর পরিচালনায় অঙ্কন প্রশিক্ষণ দেওয়া হয়।তবে জায়গার অভাবে স্কুলকে বড় করা যাচ্ছে না।