অটিজম শিশুদের নিয়ে এবার পুজোর ভাবনায় বালিগঞ্জ সমাজ সেবী সংঘ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই জুলাই ২০১৯ : বালিগঞ্জ সমাজ সেবী সংঘের পুজো প্রতিবছর সেরা পুজোর তালিকায় জায়গা করে নেয়।প্রতিবছর তারা পুজোর একটা সামাজিক বার্তা তাদের ভাবনার মধ্যে জায়গা করে নেয়। এবছর বালিগঞ্জ সমাজ সেবী সংঘ তাদের ৭৪ বছরের পুজোর ভাবনায় রেখেছে অটিজম শিশুদের। সাম্প্রতিক সমাজ সেবী সংঘের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় নির্বাচক সম্বরণ ব্যানার্জি, ক্রিকেটার শ্রীবাস্ত গোস্বামী, অভিনেতা প্রসঞ্জিত চ্যাটার্জি, বাচিক শিল্পী সুতপা ব্যানার্জি, সঙ্গীত শিল্পী প্রবাল মল্লিক, নিতিশ সাহা, পবিত্র সাহা, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ বৈশ্যানর চ্যাটার্জি, সৌরভ বসু, দুর্গাদাস মুখার্জি, সুরকার অভিষেক বসু, শ্রীঞ্জয় বসু, অঞ্জন উকিল সহ অনেকে।সকল অতিথিদের আয়জকদের তরফ থেকে মঞ্চে স্মারক ও চাড়া গাছ তুলে দিয়ে অভর্থনা জানানো হয়। অনুষ্ঠানে এসে অভিনেতা প্রসঞ্জিত চ্যাটার্জি বলেন, আমি প্রতিবছর এই পুজোর সাথে যুক্ত থাকি। এবছর আয়োজকরা অটিজম শিশুদের নিয়ে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয়।প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি বলেন, ছোটবেলা থেকে সমাজ সেবীর পুজো দেখতে আসতাম আর আজ সেই পুজোর মঞ্চে এসে দাঁড়াতে পেরে খুব ভাল লাগছে। এই পুজোয় যদি আমার কোন সামান্য সহযোগিতা প্রয়োজন হয় তা করতে রাজি আছি। ভাবা যায় ৭৪ বছর হয়ে গেল এই পুজোর, সামনের বছরের পুজোর আয়োজনের দিকে তাকিয়ে রইলাম। এবারের সমাজ সেবী সংঘের পুজোর সভাপতি শ্রীঞ্জয় বসু, চেয়ারম্যান ইন্দ্রজিৎ সরকার, কার্যকরি সভাপতি দেবাশিস দত্ত, সাধারণ সম্পাদক অরিজিৎ মিত্র, প্রতিমা শিল্পী পিন্টু সিকদার এবং ভাবনা প্রদীপ দাস। প্রচারে : কার্পেডিয়াম কমিউনিক।