খবরাখবর

সোনারপুরের ২৭ নং ওয়ার্ডের গ্রিনপার্কে ছট পুজোর আয়োজন

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, সোনারপুর, ৩রা নভেম্বর ২০১৯ : কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে জাঁকজমক করে ছট পুজোর আয়োজন। সেটা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে এত উদ্যোগী হয়েছে সব এলাকায়। আগে অবাঙ্গালিরা সাধারণত গঙ্গা, কোন বড় লেক বা ঝিলে গিয়ে তাঁরা ছট পুজো উৎসব পালন করে। কিন্তু সাম্প্রতিক রাজ্যের থেকেও শহর কলকাতার বিভিন্ন এলাকায় পৌর প্রতিনিধি বা বিধায়ক নিজে উদ্যোগ নিয়ে এই উৎসবের মানুষদের জন্য উদ্যোগী হয়ে থাকে।

এবছর সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের গ্রিনপার্কের পুকুরে ছট পুজো দিতে আসা মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। এই ওয়ার্ডের পৌরপিতা তথা সি আই সি সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান নজরুল আলি মন্ডল এবং বিধায়ক ফিরদৌসী বেগম। কোন ধর্ম বা জাত বা রং না দেখেই ফিরদৌসী বেগম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন যা এক বিরল দৃষ্টান্ত এবং তা শুধু সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৌলতে বলে মনে করেন এই বিধানসভার অধিকাংশ মানুষ।গতকাল বিকেলে এখানে এসে সূর্য্যাস্ত প্রণাম করে এবং আজ ভড় রাতে এসে সূর্য্য উদয় প্রণাম করে অসংখ্য পূণ্যার্থী।ছবি : সৌমিত্র কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *