খবরাখবর

তারক গঞ্জ বিদ্যাসাগর গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে করোনা সচেতনতা শিবির, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, নদিয়া, ৫ই নভেম্বর ২০২০ : ভয়াবহ করোনা পরিস্থিতিতে সাম্প্রতিক তারক গঞ্জ বিদ্যাসাগর গ্রামীণ গ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার প্রাঙ্গণে একটি করোনা সচেতনতা শিবির, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শৈলেন বিশ্বাস, নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এর সদস্য জীতেন মজুমদার, গুরুদাস টিকাদার, সরস্বতী সরকার,শিক্ষক নাজিরুল মন্ডল, শিক্ষিকা বিন্দুবাসিনী সিকদার , জমিদাতা অরুন বালা সরকার, গ্রন্থাগারের শিশু বিভাগের প্রথম শিক্ষক ও গ্রন্থাগারএর একটি কক্ষ তৈরীর অর্থ দাতা যুগল পদ রায়, সমাজসেবী সাহাবুল মন্ডল, প্রদীপ কুমার বিশ্বাস, রোহিতোষ সরকার,প্রমুখ। গ্রন্থাগারের সম্পাদক শ্রী জগদীশ রায়, সভাপতি শ্রী অনিল কুমার রায় সহ অতিথিরা কোভিড ১৯ সম্পর্কে আলোচনা করেন এবং ওই রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য নিয়মিত মাস্ক ব্যবহার, শারীরিক দুরত্ব বজায় রাখা ও ঘন ঘন সাবান জল দিয়ে কনুই অবধি হাত পরিস্কার করার পরামর্শ দেন। অতিথি সহ ১৬০ জন মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। অতিথি শৈলেন বিশ্বাস ও পঞ্চায়েত সদস্যরা গ্রন্থাগার এ আধুনিক টয়লেট নির্মাণ সহ অন্যান্য সরকারি সহায়তার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *