খবরাখবর

কলকাতা কর্পোরেশনের ১১২ নং ওয়ার্ডে “চিকিৎসক দিবস” পালিত

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৪ঠা জুলাই ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও স্থানীয় বিধায়ক ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে ১১২ নং ওয়ার্ডে ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে, চিকিৎসক দিবস উদযাপন করা হল। অনুষ্ঠানের স্থান- বিধান পল্লী শিশু উদ্যান, ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে। অনুষ্ঠান আরম্ভ হয় সকাল ৯ টায়। অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করেছেন ১১২ নং ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা বৃন্দ, ১১২ নং ওয়ার্ডের পৌর কো-অর্ডিনেটর শ্রীমতী অনিতা কর মজুমদার ও মহিলা সভাপতি শ্রীমতী ববিতা সোম -এর তত্ত্বাবধানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১২ নং ওয়ার্ডের পর্যবেক্ষক গোপাল চ্যাটার্জি, ব্লক সভাপতি শ্রী গোপাল চ্যাটার্জি, যুব সভাপতি শ্রী সুভাষ সাউ ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১২ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীমতী অনিতা কর মজুমদার, ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে। তাকে অনুসরণ করে মাল্যদান করেন ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ওয়ার্ডের সকল কে.এম.সি স্বাস্থ্যকর্মীবৃন্দ ও তাদের পরিবারবর্গের শিশুদের ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। আনুষ্ঠানের শেষে আমফান ঝরের ধংসলীলাকে লাঘব করতে মাননীয় মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস-এর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির পালোন করা হয় বিধান পল্লী শিশু উদ্যান ও এলাকার অন্যান্য শিশু উদ্যানে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *