ছট পুজোয় গড়িয়ায় পূণ্যার্থীদের সামগ্রী বিতরণ করলেন পাপিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২০শে নভেম্বর ২০২০ : শারদীয়া উৎসবের মধ্যে আরও একটা উৎসব হল ছট পুজো। যদিও তা বাঙালীদের নয়, তবে হিন্দুদের তো বটেই। আর সেই ছট পুজোর প্রাক্কালে গতকাল গড়িয়া স্টেশন এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদার যারা আজ ছট পুজো পালন করছেন তাঁদের উৎসবের জন্য প্রচুর সামগ্রী তুলে দিলেন।
পাপিয়া বলেন, এই উৎসব সবার। আমার ওয়ার্ডে প্রচুর অবাঙালী বাসিন্দা আছেন যারা এই উৎসবে সামিল হন। তাঁদের যাতে এই অতিমারির সময় কোন অসুবিধায় না পড়তে হয় তাই বাসন, বালতি, জলের জগ, গেঞ্জি, লুঙ্গি, শাড়ি, খাদ্য সামগ্রী সহ অনেক কিছু তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানকে সফল করতে দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অনিরূদ্ধ হালদার (পার্থ) সাহায্যের হাত বাড়িয়েছেন।
এদিন বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন পার্থ হালদার, পাপিয়া হালদার, মনোরঞ্জন মৃধা, সুব্রত মন্ডল সহ অনেকে। প্রায় ২০০ জন অবাঙালী বাসিন্দাকে এই সামগ্রী তুলে দেওয়া হয়।