খবরাখবর

রক্তদানের মধ্যে দিয়ে খুঁটি পুজো হল গড়িয়া পূর্ব বালিয়া সর্বজনীন পূজা কমিটির

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে আগস্ট ২০১৯ : গড়িয়া স্টেশন এলাকায় কয়েক বছর ধরে দূর্গা পুজো নিয়ে কিছু নতুনত্ব করার চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রায় সব দুর্গা পূজা কমিটির সদস্যদের মধ্যে ভাবনায় টেক্কা প্রবণতা দেখা যাচ্ছে। এরমধ্যে অনেক এগিয়ে পূর্ব বালিয়া সর্বজনীন পূজা কমিটি। এবারও খুঁটি পুজো থেকেই একটা অন্য ভাবনার ছোঁয়া দেখা গেছে। এবার পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজোর দিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।নারী পুরুষ মিলিয়ে মোট ৩১ জন রক্তদান করেন। এছাড়া এবারে তাদের পুজোর ভাবনাতেও আছে এক নতুনত্বের ছোঁয়া। এবার তাদের মন্ডপ তৈরি হবে পাট দিয়ে এবং সেই পাটের মন্ডপের গায়ে থাকবে কান্দির শিল্পী হাতে পাটের তৈরি পুতুল। সাম্প্রতিক এই শিল্পী রাজ্য সরকারের থেকে পুরস্কার পেয়েছে। এখানেই শেষ নয়, পুজোর দিনগুলোতে মন্ডপ প্রাঙ্গনে থাকবে ছোটদের জন্য পুতুল নাচ। এব্যাপারে পুজো কমিটির সদস্য সুশান্ত ঘোষ জানান, আমরা প্রতিবারই একটু ভিন্ন চিন্তাভাবনা নিয়ে পুজোটা করে থাকি। আমাদের বিশেষ আকর্ষণ হল পরিবেশ। একেবারে ঘরোয়া পরিবেশে সকলকে নিয়ে নিজের আত্মীয়তার বন্ধনে আমরা পুজো করি। আমরা বিগতদিনে আপনাদের “তকমা পুজো পরিক্রমায়” দুবার সেরা পরিবেশের যেমন পুরস্কার পেয়েছি তেমনই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের বিচারক মন্ডলীর তরফেও পরিবেশে পুরস্কৃত হয়েছি।আমরা একটা কথা মাথায় নিয়ে পুজোর থীমের চিন্তাভাবনা নিয়ে থাকি আজ বাংলার বহু সংস্কৃতি বিলুপ্ত প্রায় হয়ে যেতে বসেছে, যদি তাদের আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে ফের বাঁচিয়ে তোলা যায়।খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার সহ পুজো কমিটি সব সদস্যদের সাথে এলাকার প্রবীণ মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *