লকডাউন পরিস্থিতিতে IHRO-র উদ্যোগে পথশিশুদের খাদ্যসামগ্রী তুলে দিলেন অভিনেত্রী মৌবনী
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৪ই মে ২০২১ : শিশুরাই সমাজের আগামীদিনের ভবিষ্যৎ আর তাই সেই লক্ষেই Dr. Nem Singh Premi Chairman of International Human Rights Organization ও Soumya Shankar Bose General Secretary of IHRO West Bengal Chapter , Tiyasha Biswas joint Secretary West Bengal Chapter-এর বিশেষ উদ্যোগে Actress Moubani Sorcar Women Empowerment Head west bengal chapter, and Turjya Mitra IHRO member West Bengal Chapter, এই লকডাউন পরিস্থিতিতে পথশিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়।এই শিশুদের মধ্যে ৭ বছর থেকে ১৩ বছরের এমন শিশুরা রয়েছে যারা বিভিন্ন ভাবে মাদকাসক্ত।সংস্থার পক্ষে থেকে তাদের প্রয়োজনীয় শিক্ষা, প্রয়োজনীয় খাদ্য ও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন।