মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী যাদের রেশন কার্ড নেই তাঁদের খাদ্যসাথী কুপোন দিলেন ৫ নং ওয়ার্ডের বিধায়ক প্রতিনিধি পাপাই
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে অক্টোবর ২০২০ : করোনা অতিমারির সময় মানুষের হাতে নেই অর্থ, নেই কাজ, নেই ব্যবসা। মানুষ আজ পরিস্থিতির শিকার হয়ে অসহায়। ঠিক সেই সময় মা অন্নপূর্নার মত রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশনে চাল ও গম বা আটা দেওয়া হবে। মানুষ শারদীয়ার প্রাক্কালে অনেকটা স্বস্তি পেয়েছে। সেই খাদ্যসাথী প্রকল্প অনুযায়ী রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডের বিধায়ক ফিরদৌসী বেগমের ওয়ার্ড প্রতিনিধি ও সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত নিজে উদ্যোগী হয়ে খাদ্যসাথীর কুপোন নিজের নবশ্রী বাজার কার্যালয় থেকে বন্টনের ব্যবস্থা করলেন। এই কাজকে আরও সহজ করে তাঁকে সহযোগিতা করেন গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ওয়ার্ডে যাদের রেশন কার্ড নেই তাঁদের সকলকে তালিকা অনুযায়ী খাদ্যসাথীর কুপোন বিলি করলেন নিজের দলীয় কার্যালয় থেকে। মানুষের বর্তমান পরিস্থিতি এখনও সেভাবে স্বাভাবিক হয়নি। কাজে হয়তো যাচ্ছে বা ব্যবসা হয়তো করছে কিন্তু রাস্তায় ক্রেতা আগের অনুপাতে অনেক কম। তবুও শহরের মানুষ কিছুটা হলেও এর থেকে নিস্তার পেয়েছে কিন্তু শহরের বাইরের মানুষের অবস্থা খুবই খারাপ।ট্রেন এখনও চালু হয় নি। তাই মানবিক মুখ্যমন্ত্রী সব দিক বিবেচনা করে এই খাদ্যসাথীর সুবিধার কথা ঘোষণা করেছেন।