খবরাখবর

প্রাক ভাষা দিবস উদযাপনে গড়িয়ায় “উদ্দীপন”-এর বিভিন্ন প্রতিযোগিতা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৭ই ফেব্রুয়ারি ২০২০ : ২১শে ফেব্রুয়ারি ঐতিহাসিক ভাষা দিবস যা পালিত হয় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে। যেখানেই বাঙালি আছে সেখানেই এই দিনটাকে ঐতিহ্যের সাথে পালন করা হয়। তাই ভাষা দিবস উপলক্ষে গড়িয়া স্টেশনে বালিয়ায় “উদ্দীপন” সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিক শিশুদের নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এবছর ছিল উদ্দীপনের দ্বিতীয় বর্ষ।এই প্রতজগিতায় গড়িয়া স্টেশনের ৬টি ওয়ার্ডের বিভিন্ন বয়সের শিশুদের বিভিন্ন বিভাগে অঙ্কন, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১০০ জন, নৃত্যে প্রায় ৫০ জন ও আবৃত্তিতে প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগীদের হাতে সামান্য টিফিনের ব্যবস্থা করে সংগঠনের তরফ থেকে এবং জয়ী প্রতিযোগীদের আগামী ২১শে ফেব্রুয়ারি গড়িয়ে স্টেশন রোডে ৪৫ নং বাসস্ট্যান্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়। ২১শে ফেব্রুয়ারি সকালে সংগঠনের পক্ষ থেকে গড়িয়া স্টেশনে পালিত হবে ভাষা দিবস উপস্থিত থাকবেন স্থানীয় পৌরমাতা পাপিয়া হালদার সহ এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *