খবরাখবর

সাংসদ ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর কাজে উৎসাহিত হয়ে দক্ষিণ ২৪ পরগণায় আমফান দুর্গতদের পাশে পুটিয়ারির “প্ররণা”

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৪ই জুন ২০২০ : আমফান ঘুর্নি ঝড় যে কি মারাত্মক ক্ষতি করে দিয়ে গেছে কলকাতা সহ কয়েকটি জেলায় তা আর বলার বাকি রাখে না।তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয় দক্ষিণ ২৪ পরগণা জেলা। আমফানের তান্ডবে এখনও বহু গ্রামে বিদ্যুৎ বিছিন্ন, জলমগ্ন অবস্থায়, পরিজনেরা আজও নিরুদ্দেশ।সাম্প্রতিক দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর অনুপ্রেরণায় পুটিয়ারি হরিদেবপুর ” প্রেরণা ” – সংস্থার সহযোগিতায় ” আম্ফান ঝড় ” বিধস্ত কুলতলী ব্লকের মৈপীঠ -বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অধীন নগেনবাদ বাজারে ১০০০ জন অসহায় মানুষকে দুপুরে রান্না করা খাবার খাওয়ানো হয়, ১০০০ মানুষকে পোশাক – পরিচ্ছদ এবং ৩০০ জন মানুষকে মশারি সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার কর্মকর্তা সহ অনুষ্ঠানের শুভ সূচনা করেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল। তদারকি করেন কুলতলী ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং জেলা পরিকল্পনা কমিটির সদস্য গোপাল মাঝি, জেলাপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষক জিয়াউল রহমান, কুলতলী পঞ্চায়েত সমিতির সদস্য গুনধর সরদার, কুলতলী ব্লক তৃণমূল কংগ্রেস সম্পাদক কৃষ্ণেন্দু কয়াল, সহ -সভাপতি শাহাদাৎ শেখ, ব্লক মহিলা সভানেত্রী রানু দাস সহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে উপস্থিত থেকে সবরকম সহযোগিতা দান করেন আঞ্চলিক সভাপতি শঙ্কর সামন্ত, কার্যকরী সভাপতি বুদ্ধিস্বর নস্কর সহ গুরুপদ দাস, অনন্ত নায়েক, অমল দাস শিশুপাল মন্ডল, বিশিষ্ট আইনজীবি নারায়ণ দাস শিক্ষক দীপক দাস সহ পঞ্চায়েত সদস্য গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *