রাজপুরের ১৭ নং ওয়ার্ডে তৃনমূল কর্মীরা রক্ত দিয়ে কেন্দ্রের পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালো
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১১ই জুলাই ২০২১ : গতকাল সোনারপুর দক্ষিণ বিধানসভার রাজপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করেন রাজপুর টাউন তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি বাবুলাল দেবনাথ। এইদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ এবং সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে ১০ ও ১১ ই জুলাই রাজ্য জুড়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পেট্রোপন্যের অসম্ভব মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
এই নির্দেশকে পাথেয় করে রাজপুরের তৃনমূল কর্মী ও নেতৃত্বদের একত্র করে এই রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করেন। একইসাথে এদিনের রক্তদান শিবিরের মঞ্চ থেকে পেট্রোপন্য ও জ্বালানির মাত্রাহীন মূল্যবৃদ্ধির সাথে আকাশছোঁয়া বাজারদরের প্রতিবাদ করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন শক্তিপদ মন্ডল (জেলা আইএনটিটিইউসি সভাপতি), অমিত সাহা (জেলা তৃনমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি), ডাঃ পল্লব দাস (রাজপুর সোনারপুর পৌরসভার বিদায়ী চেয়ারম্যান), শিবনাথ ঘোষ (রাজপুর টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি), প্রতিক দে (রাজপুর টাউন তৃনমূল যুব কংগ্রেস সভাপতি), শিশির ভট্টাচার্য (১৭ নং ওয়ার্ডের কো- অর্ডিনেটর) সহ অনেকে।