খবরাখবর

গড়িয়া নবগ্রাম যুব সংঘ ক্লাবের উদ্যোগে নামখানায় ইয়াস আক্রান্তদের খাদ্যসামগ্রী প্রদান

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৬ই জুন ২০২১ : সাম্প্রতিক ইয়াস ঘুর্নিঝড়ে আক্রান্ত হয় দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী গ্রামবাসীরা। তাদের এই অসহায় অবস্থায় রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠন, সমাজসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বহু উদ্যগী মানুষ তাদের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক গড়িয়া নবগ্রাম যুব সংঘ ক্লাবের সম্পাদক হিমাংশু দে-র ব্যক্তিগত উদ্যোগে ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও পোশাক দিয়ে ইয়াস ও কোভিডে আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়েছেন। এই ব্যাপারে ক্লাব সম্পাদক হিমাংশু দে জানান, এলাকার কিছু শুভচেতনার মানুষের সহযোগিতা নিয়ে এই সাহায্যের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমরা দুর্গত মানুষদের মুড়ি, বিস্কুট সহ খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি, এছাড়া গ্রামবাসীদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দিয়ে ১০ জনের প্রতিনিধিদল পাঠানো হয়। এই কর্মকান্ডের নেপথ্যে আমাদের সাহায্য করেছেন নরেন্দ্রপুর থানা, স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, নামখানা থানা ও সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা। ক্লাবের প্রতিনিধি নামখানার ১০ মেইল পাতি পুনিয়ায় একটা গ্রামে প্রায় ৫০০ জন পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই খাদ্যসামগ্রী এবং ওখানে রান্না করে খাওয়ানো হয়েছে প্রায় ১৫০০ গ্রামবাসীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *