আমফান ঝড়ে ক্ষয়ক্ষতির মোকাবিলায় মন্ত্রী শোভনদেবের বৃক্ষরোপণ ও গাছ বিতরণ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩রা জুলাই ২০২০ : আমফান ঝড়ে যে তান্ডব চলেছে তাতে রাজ্য সহ কলকাতায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির মধ্যে বহু বড় গাছ উপড়ে পড়েছে রাস্তায়। পরিবেশ বজায় রাখার জন্য এই গাছের যে একটা বড় ভূমিকা আছে তা অস্বীকারের কোন জায়গা নেই। গতকাল তাই সেই পরিবেশ ক্ষয়ক্ষতির মোকাবিলার জন্য দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোডে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেস নেতা সায়নদেব চট্টোপাধ্যায় সহ অনেকে।
প্রথমে বিশেষ অতিথিদের বরণ করে নেয় কলেজের ছাত্রছাত্রীরা। এরপর কলেজের গেটের সামনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী শোভনদেব। কলেজের বহু ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় যাতে তাঁরা তাঁদের এলাকায় বা বাড়িতে নিজেরাই বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন।অনুষ্ঠানে মন্ত্রী শোভনদেব বৃক্ষরোপণের উপকারিতা নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেন।