বিশ্ব উষ্ঞায়ন রোধ করতে রানিয়া রামকৃষ্ণ মিলন সংঘের উদ্যোগে রক্তদান শিবিরে চারাগাছ প্রদান
অভিজিৎ চন্দ্র, এবিপিতকমা, সোনারপুর, ১লা সেপ্টেম্বর ২০১৯ : সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের রানিয়া রামকৃষ্ণ মিলন সংঘের উদ্যোগে গতকাল আয়োজিত হয়ে গেল এক অভিনব স্বেচ্ছায় রক্তদান শিবির । রামকৃষ্ণ সরনী মিলন সংঘ এর প্রাঙ্গণে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এপিবিতকমা সংবাদের সম্পাদক অম্বরনাথ ভট্টাচার্য, কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রায়, ১১২ নং ওয়ার্ডের কাউন্সিলার অনিতা কর মজুমদার, রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলার গৌরহরি দাস, বোড়াল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই কর্মকার সহ এই এলাকার প্রায় দশটি ক্লাবের
প্রতিনিধিবর্গ, সুদীপ্ত দাস । এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন । এই রক্তদান শিবিরের উল্লেখ্য বিষয় ছিল যে, আগত সকল অতিথিদের চারাগাছ উপহার হিসেবে প্রদান করা হয় । রামকৃষ্ণ মিলন সংঘের সভাপতি দেবাশিস দাশ বলেন, বিশ্ব উষ্ঞায়নকে মাথায় রেখে নাগরিকদের মধ্যে “গাছ লাগান প্রাণ বাঁচান” এই সচেতনতা বৃদ্ধি করতে তাঁদের এই উদ্যোগ । কাউন্সিলার গোপাল রায় ও
অনিতাকর মজুমদার দেবাশিস বাবুদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন । তাঁরা বলেন, গাছও রক্তদান শিবিরের একটি জীবনের অঙ্গ এবং এই দুই বিষয় সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত । রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ড পৌরউন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকলেও সামাজিক উন্নয়নে যথেষ্ট এগিয়ে এই ধরণের উদ্যোগ থেকে বোঝা যায়। প্রতিবছর রামকৃষ্ণ মিলন সংঘের উদ্যোগে এই রক্তদান শিবির হয়ে থাকে।