বর্ষার আগেই বিধায়ক ফিরদৌসীর ডেঙ্গু প্রতিরোধে অভিনব সচেতনতা অভিযান পদযাত্রা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে জুলাই ২০১৯ : বর্ষা এখনও কলকাতা সহ দুই ২৪ পরগণায় আসে নি কিন্তু তার আগেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা অভিযান শুরু করে দিয়েছেন। এই বর্ষাকালেই ডেঙ্গুর প্রভাব দেখা যায়, আর তার উপর রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে নির্দেশ দিয়েছেন নিজের এলাকায় ডেঙ্গু সচেতনতার উপর নজর দিতে। সাম্প্রতিক সোনারপুর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডে গ্রীনপার্ক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক ডেঙ্গু প্রতিরোধ অভিযান চালানো হয়। এই অভিযান পদযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম, ওয়ার্ডের পুরপিতা তথা রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি (জল) নজরুল আলি মন্ডল, প্রধান শিক্ষক রবীন কর, শিক্ষক সৌমিত্র কর, সমাজসেবী জয়দেব সিনহা, আবুসালাম মন্ডল সহ স্কুলের কচিকাঁচা ও তাদের অভিভাবকরা। ছাত্রছাত্রীদের নিয়ে এক অভিনব মশারী যাত্রা করা হয়, ডেঙ্গু মশা সেজে ও ডাক্তার সেজে এই পদযাত্রায় অংশগ্রহণ করে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা। এরসাথে এলাকায় ব্লিচিং পাউডার দেওয়া হয়, মশার কায়েল দেওয়া হয় ও মশার ঔষুধ ছড়ানো হয় এবং সাথে বাড়ির আনাচে কানাচে কোথাও জল জমতে না দেওয়ার জন্য প্রচার করা হয়। বর্তমানে ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারের তরফ থেকে সরকারি হাসপাতালে বিনা পয়সায় পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।