রাখি বন্ধন উৎসবকে উপেক্ষা করে এলাকা জীবাণুমুক্ত করলেন অশোকা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই আগস্ট ২০২০ : রাখি বন্ধন বাংলার এক মহৎ উৎসব হলেও এবছর সেই উৎসব সেভাবে পালন করা সম্ভব হয় নি। করোনার কারণে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাখি বন্ধনের পাশাপাশি মাস্ক বিলি করা হবে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গেছে যে অনেক জায়গায় এই উৎসব পালন করা যায় নি। এলাকার মানুষের সুরক্ষা ও করোনা মোকাবিলা করতে হয়েছে অনেক জনপ্রতিনিধিকে।
সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৌরমাতা অশোকা মৃধা রাখি বন্ধন উৎসব পালন না করে ওয়ার্ডের মানুষের সুরক্ষার কথা চিন্তা করে এলাকা জীবাণুমুক্তের কাজ করেছেন।গড়িয়া সহ এই ওয়ার্ডে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাই নিজের ওয়ার্ডের বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় নিয়ে এলাকা জীবাণুমুক্ত করতে মাঠে নেমে পড়েছেন এই ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা।অশোকা জানান, আমাদের অভিভাবক বিধায়ক ফিরদৌসী বেগম ও সি আই সি এবং প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল।এই মহামারী মোকাবিলা করতে যেভাবে মানুষের জন্য তাঁদের ভূমিকা দেখেছি এবং তাঁদের নির্দেশেই একালা জীবাণুমুক্ত করেছি। এবছর এই ভয়ংকর মহামারী থেকে মানুষকে বাঁচাতে পারি তবে পরের বছর বড় করে রাখি বন্ধন উৎসব পালন করতে পারবো। আগে জীবন তারপর উৎসব।তিনি আরও বলেন, আমাদের নেত্রী নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে চলেছেন, নেত্রীর আদর্শ আগে মানুষ, আগে উন্নয়ন তাঁর সাথে উৎসব।