খবরাখবর

রাজপুর সোনারপুর ৫ নং ওয়ার্ড জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করতে উদ্যোগী বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৭ই জুন ২০২১ : গতকাল সারারাত বৃষ্টি হওয়াতে গড়িয়া চত্ত্বরে বহু ওয়ার্ডে বেশ জল জমে যায়। এই জল জমার পিছনে একটা বড় ভৌগলিক কারণ আছে। গড়িয়া স্টেশন সংলগ্ন প্রায় সব ওয়ার্ডের ভৌগলিক অবস্থান অনেকটা একটা কড়াই-এর মত। আর এই কারণেই এখানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে।এটা আজকের অনেক বড় মাপের সব বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের জানা নেই তাই তারা জলমগ্ন অবস্থা দেখলেই নিজেদের চ্যানেলের টিআরপি বাড়াতে খবর পরিবেশন করে জানাতে চায় যে এই ওয়ার্ডগুলোতে পৌর প্রতিনিধিরা নিকাশি ব্যবস্থা নিয়ে কাজ করে না।কিন্তু বাস্তবে ঘটনা তা নয়।

এমনত অবস্থায় প্রতি বছর এই ৫ নং ওয়ার্ড বর্ষায় জলের তলায় থেকে যায় বিশেষ করে বিবেকানন্দ নগর, সোনাপোঁতা সহ বেশ কিছু এলাকা। নবগ্রাম এলাকাতেও জল জমলে তা নামতে সময় লাগে। এর প্রধান কারণ ৫ নং ওয়ার্ডে যে খাল আছে সেই খাল দিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার ৬ নং, ৭ নং, ২৮ নং ও ২৭ নং ওয়ার্ডের বর্ষার জল নিকাশি হয় এবং তার জন্যই ৫ নং ওয়ার্ডের জল নামতে সময় লাগে। যদিও গত ২ বছর আগে এই খাল সংস্কার হয়েছে। এবারও ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়তেই বিদায়ী পৌরপিতা তৎপরতার সাথে বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করেন।এব্যাপারে বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল জানান, বিধায়ক ফিরদৌসী বেগমের সহযোগিতায় ও উদ্যোগে মানুষের পাশে থেকে জলমগ্ন অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। এর আগেও বিধায়কের উদ্যোগে খাল নিকাশিও করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *