অনিরুদ্ধ হালদারের হাত ধরে মগরাহাট বিধানসভায় ২৫০ জন পরিবার সমেত বিজেপি নেতৃত্ব তৃণমূলে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ৬ই আগস্ট ২০২০ : অভিষেক ব্যানার্জির নতুন প্রোজেক্ট “যুবশক্তি” যেভাবে সারা রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে তাতে বিরোধীদের ঘুম কেড়ে নিয়েছে। এই যুবশক্তির প্রধান লক্ষ্য হল যারা কোনদিনও তৃণমূল দল করে নি অথবা কখনও কোন রাজনীতি করে নি তাঁদের এই ব্যানারের নীচে নিয়ে এসে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে সামিল করা।দক্ষিণ ২৪ পরগণা জেলা যেভাবে যুবশক্তি নিয়ে ঝাপিয়েছে তাতে এই জেলায় বিরোধীরা তা মোকাবিলার রাস্তা খুঁজে বেড়াচ্ছে।
সাম্প্রতিক মগরাহাটে যুবশক্তির এক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গিয়াসউদ্দীন মোল্লা সহ দঃ ২৪ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও যুবশক্তি ৪ নং জোনের জোনাল হেড অনিরুদ্ধ হালদার। সেই সভায় একই মঞ্চে বিজেপি থেকে স্থানীয় বেশ কিছু নেতা সহ প্রায় ২৫০টা পরিবার তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক গিয়াসউদ্দীন মোল্লা ও অনিরুদ্ধ হালদার।