রাজনীতি

৩৫টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১২ মার্চ ২০২১ :   শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে  অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ৩৫টি আসনে প্রার্থী ঘোষণা করলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান। কলকাতা থেকে বালিগঞ্জ ও এন্টালি কেন্দ্রে, বর্ধমান থেকে কাটোয়া- কেতুগ্রাম ও কাটোয়া কেন্দ্রে,  মালদা থেকে রাতুয়া ও সুজাপুর, মুর্শিদাবাদ থেকে লালগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, রাণীনগর ও  ভোগবানগোলা কেন্দ্রে, হাওড়া থেকে উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ কেন্দ্রে, হুগলি থেকে সিঙ্গুর কেন্দ্রে,  নদীয়ার নাকাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ ও উত্তর, করিমপুর, নবদ্বীপ, শান্তিপুর, পলাশীপাড়া কেন্দ্রে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া, আমডাঙ্গা, দেগঙ্গা, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, বারাসাত, দমদম (উত্তর), খড়দহ, বাদুড়িয়া এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর, মাগরাহাট পূর্ব, ক্যানিং, কসবা, ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দেবেন বলে জানান মিজানুর।

সাংবাদিক সম্মেলনে মিজানুর জানান, “আমরা বহুদিন ধরেই রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছি। রোজভ্যালি-সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের সুবিচারের জন্য আন্দোলন করে আসছি।আশা করছি এই বিধানসভায় সাধারণ মানুষকে বিপুল পরিসরে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন।” প্রচারে : ক্যানডিড কমিউনিকেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *