প্রথম রাউন্ডে হার বিজেপি-র, মমতার হাত ধরে একঝাঁক টলিউড তারকা আজ যোগ দিল তৃনমূলে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৪শে ফেব্রুয়ারি ২০২১ : এবারের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক মানুষদের থেকে সিনেমা জগতের মানুষের ভিড় বেড়েছে। এতদিন বিজেপি সমালোচনা করে বলে এসেছে সিনেমা জগৎ ছাড়া তৃনমূলের প্রার্থী নেই। কিন্তু এবার বিজেপি সেই তৃনমূলের রাস্তায় হেঁটে বুঝিয়ে দিয়েছে যে তাদের সেভাবে প্রার্থী মুখ নেই। সেই তৃনমূল থেকে শঙ্কুদেব পান্ডা, মুকুল রায়, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, লক্ষ্মীরতন শুক্লা, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া, দীপক কুমার হালদারকে ভাঙিয়ে নিয়ে নিজেদের শিবিরকে শক্তিশালী করতে হয়েছে। এরপর সেই তৃনমূলের রাস্তায় হেঁটে অরিন্দম শীল, হিরণ, রুদ্রনীলের মত সিনেমা জগতের মানুষদের নিয়ে দলের ভোটারদের চমক দিতে চেয়েছেন।
এর প্রধান কারণ হল বিজেপি এখন রাজ্যে সঠিক প্রার্থী দেওয়ার মত মানুষ পাচ্ছে না যাকে দেখে মানুষ বিজেপিকে ভোট দেবে।বিজেপি-র শিল্পী সাংসদের মধ্যেও ধরেছে ফাটল। টলিপাড়ার শিল্পীদের নিয়ে সংগঠনে ইতিমধ্যেই কোন্দলের জেরে দুটো ভাগ হয়ে গেছে। তাই নিয়ে জেরবার বিজেপি।প্রথম রাউন্ডে হারলো বিজেপি। তাদের যে সেভাবে প্রচারের লড়াইয়ের ময়দানে যে তেমন মুখ নেই তা বুঝিয়ে দিল।
এদিকে তৃনমূলও যে পিছিয়ে নেই তা প্রমান করতে মমতা ব্যানার্জির হুগলী জনসভায় ঠিক নির্বাচন ঘোষণার মুখেই তৃনমূল দলে যোগ দিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সুদেষ্ণা রায়, মানালি দে-র মত একঝাঁক শিল্পীদের সাথে ক্রীড়াবিদ মনোজ তেওয়ারি, ডাঃ দীপক রায়, ডাঃ রানা চ্যাটার্জি, সোমেন খান, জাতীয় ফুটবলার সৌমিক দে সহ অনেকে।
আজ হুগলী জেলায় খোদ লকেট চ্যাটার্জি ও সদ্য তৃনমূল থেকে যাওয়া প্রবীর রায়ের ডেরায় গিয়ে জনসভা করে নিজের প্রতীকে ১৮জন তৃনমূল প্রার্থীর জয় নিশ্চিত করে দিলেন। জনসভায় আজ মানুষের ঢল সেই ইঙ্গিত বহন করল।নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন এখনও রাজ্যের মানুষ তাকেই চায়। যতই বাইরে থেকে এসে রাজ্যে অপপ্রচার হোক, মানুষ নিজের মাটির গন্ধকে চিনে নিতে ভুল করবে না।