রাজনীতি

রাজপুর সোনারপুরে প্রশাসকের সাথে এবার ওয়ার্ডে কাজ করবে ওয়ার্ড কোঅর্ডিনেটর, ৫ নং ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা তরুণের সাথে পাপাই দত্ত

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১২ই জুন ২০২০ : সারা রাজ্যে প্রায় ৮৮টা পৌরসভায় প্রশাসক নিয়োগ হয়েছে। সাধারণ মানুষের কাছে পরিষেবা দিতে তাই এবার প্রতিটা ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। এই পদে যে কাউকে নিয়োগ করা গেলেও ওয়ার্ডের পৌরপিতাকেই এই পদে রাখা হয়েছে। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রাক্তন পৌরপিতা তরুণ কান্তি মন্ডলকে এই পদে নিয়োগ করা হলেও বিধায়কের নির্বাচিত প্রতিনিধিকে নিয়েই এবার মানুষের কাজ করতে হবে তরুণ কান্তি মণ্ডলকে। যদিও এটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কিন্তু কোন উপায় নেই।এই ওয়ার্ড যদিও এবার তপশিলি জাতি (মহিলা) সংরক্ষিত হয়েছে। এখনও কে এই ওয়ার্ড থেকে আগামী নির্বাচনের প্রার্থী হিসাবে তৃণমূলের টিকিটে দাঁড়াবে তা নিশ্চিত নয়। এই অবস্থায় ওয়ার্ডকে চাঙ্গা করতে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাপাই দত্ত সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং তরুণ কান্তি মন্ডল ১০ বছরের প্রাক্তন পৌরপিতা।

মমতা ব্যানার্জির মূল উদ্দেশ্য হল মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া আর তাঁর জন্য অভিষেক ব্যানার্জি সদ্য যুবশক্তি প্রোগ্রামের সূচনা করেছেন।মানুষের কাছে উন্নয়ন যাতে আরও দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই কারণেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম তাঁর নির্বাচিত প্রতিনিধিকে দিয়েছেন। এতে উন্নয়ন আরও জোরালো হবে বলে মনে করছেন বিধায়ক। যেসব জায়গায় সামান্য খামতি থাকবে সেসব জায়গাগুলো খুব দ্রুততার সাথে প্রশাসকদের নজরে আসবে এবার। সামনে পৌর নির্বাচন আর তার থেকে খুব দূরে নেই বিধানসভা নির্বাচন তাই কোনভাবেই মানুষ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না থাকেন সেই দিকেই বেশি নজর দিতে এই উদ্যোগ নিয়েছেন বিধায়ক ফিরদৌসী বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *