সোনারপুর উত্তর বিধানসভার বনহুগলী ১ গ্রাঃ পঃ-এ শুরু হল “দুয়ারে সরকারের” প্রথম দফা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২রা ডিসেম্বর ২০২০ : দুয়ারে সরকার মানে “যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার”। এবার সরকারি পরিষেবা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সমস্ত পৌর ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই উদ্যোগের মাধ্যমে সম্ভব হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে “দুয়ারে সরকার” মানুষকে বেশ উৎসাহী করে তুলেছে।
দুয়ারে সরকার কর্মসূচি সফল করার লক্ষে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বনহুগলী ১ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় আজ প্রথম পর্যায়ের ক্যাম্প করা হয়েছিল বনহুগলী কবি নজরুল শিক্ষানিকেতন স্কুল প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া ফেরদৌসী বেগম সাথে ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতি কর্মাধক্ষ্য শেখ মুস্তাক সহ খলিল আহমেদ ও উপ-প্রধান চিরঞ্জিত বিশ্বাস সহ অনেকে।
পঞ্চায়েত এলাকার উৎসাহী মানুষের ঢল নেমেছিল। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মানবিক, কাস্ট সার্টিফিকেট, রূপশ্রী, জয়জোহার, তপশিলী বন্ধু, ঐক্যশ্রী, আদিবাসী বার্ধক্য ভাতা আলাদা আলাদা স্টলে মানুষ নিজ নিজ ফর্ম তুলে ভর্তি করে জমা করেন।