রাজনীতি

কুলপি বিধানসভায় নেত্রীর ঘোষণাকে উপেক্ষা করে আগেই তৃণমূল প্রার্থী যোগরঞ্জন, এলাকায় চাঞ্চল্য

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ৩রা মার্চ ২০২১ : রাজ্য বিধানসভার দিন ঘোষণা হতেই দঃ ২৪ পরগণা জেলার কুলপি বিধানসভায় রাতের অন্ধকারে দেওয়াল লিখনে বিধায়ক যোগরঞ্জন হালদারের নাম উঠে এলো।

এলাকায় এই নিয়ে তৈরি হয়েছে বিশাল অসন্তোষ ও চাঞ্চল্য। কর্মীদের মধ্যে এই নিয়ে বিশাল ক্ষোভ লক্ষ্য করা যায়। কর্মীদের বক্তব্য দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমরা তাঁর ঘোষণার দিকে তাকিয়ে আছি। কিন্তু রাতের অন্ধকারে যোগরঞ্জন হালদার নেত্রীর ঘোষণাকে উপেক্ষা করে কেন নাম দিয়ে দেওয়াল লিখন হল? এতে নেত্রী তথা দলের সিদ্ধান্তকে অবমাননা করা হয়েছে বলে মনে করছে দলের কর্মী ও সমর্থকরা। অনেকের বক্তব্য যোগরঞ্জন হালদারের জায়গায় এবার নতুন মুখ প্রয়োজন। যোগরঞ্জনের উন্নয়ন নিয়ে এলাকায় বহু প্রশ্ন উঠেছে এবং বিজেপিতে যোগ দেওয়ার মত হাওয়াও ওঠে। এখন প্রশ্ন, তবে কি দলত্যাগের হুমকি দেখিয়ে নিজের টিকিট স্বার্থসিদ্ধি করলেন যোগরঞ্জন? দল কি তবে তার হুমকির কাছে মাথা নোয়ালো? জানা যাবে নেত্রীর মুখে আগামী শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *