কন্যাশ্রী দিবসে করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে পালন করল পাপাই দত্ত
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে আগস্ট ২০২০ : করোনার দাপটে এবছর কন্যাশ্রী দিবস সেভাবে পালন করা গেল না। এবছর সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে সোনারপুর উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এক অভিনব ঢঙে পালন করলেন কন্যাশ্রী দিবস।কন্যাশ্রী দিবস পালন করার জন্য পাপাই দত্ত সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বগম ও নজরুল আলি মন্ডলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন আজকের দিন উদযাপন করার নেপথ্য এই দুজন মানুষের অবদান স্বীকার করতেই হবে। তাঁদের সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠান করা সম্ভব হত না।
পাপাই দত্তের উদ্যোগে কন্যাশ্রী দিবসে সম্মান জানানো হয় ৩০ জন কন্যাশ্রী, ওয়ার্ডের ৯জন স্বাস্থ্যকর্মী ও ৫জন কোভিড জয়ীদের। পাপাই দত্ত জানান, কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রতিনিয়ত মানুষের জন্য লড়াই করছেন ওয়ার্ডের ৯জনের স্বাস্থ্যকর্মীর দল।কোভিড আক্রান্ত এলাকায় স্যানিটাইজিং করা, কোভিড আক্রান্তদের নজরে রাখা সবই করেন এই স্বাস্থ্যকর্মীরা, তাই তাঁদের এই দিনে সম্মান জানানো হয়েছে। এরসাথে ওয়ার্ডের ৫জন কোভিড আক্রান্ত সুস্থ হয়ে ফিরে আসার জন্য তাদেরও সম্মান জানানো হয়। এবং এই বিশেষ দিবসকে উদযাপন করার জন্য ওয়ার্ডের ৩০ জন কন্যাশ্রী যারা সরকারের থেকে ইতিমধ্য আর্থিক সাহায্য পেয়ে নিজেদের সবলম্বী করতে পেরেছেন তাঁদেরও সম্মান জানানো হয়। আজকে যাদের সম্মান জানানো হয়েছে তাঁরা সকলেই ওয়ার্ডের বাসিন্দাদের মনোবল বাড়িয়ে তুলতে সাহায্য করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত সহ অনেকে।