রাজনীতি

পুরভোটে বিজেপির পক্ষে গড়িয়ায় প্রচারে আসতে চলেছেন লকেট চ্যাটার্জি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৯শে জানুয়ারি ২০২০ : সবে মাত্র ওয়ার্ড বিন্যাসের তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যেই বিজেপি প্রার্থী তালিকা তৈরির কাজে নেমে পড়েছে। কোন ওয়ার্ডে কাকে প্রার্থী করবে এই নিয়ে বেশ সরগরম গড়িয়ায় বিজেপি কর্মীরা। এদিক ওদিক কান পাতলেই শোনা যাচ্ছে এবার পুরভোটে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসতে চলেছেন বিজেপি মহিলা নেত্রী ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি। দলীয় সূত্রে খবর গড়িয়া তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তাঁর কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। সেই সব নথি নিয়ে লকেট চ্যাটার্জি সরব হবেন মানুষের কাছে। তুলে ধরবেন বিভিন্ন নেতৃত্বের বেআইনি কাজ, বেনিয়মের কাজ, তোলাবাজির তথ্য থেকে ঘুষ নেওয়ার একগুচ্ছ তথ্য। বিজেপি ভাল করেই জানে গড়িয়া স্টেশন এলাকায় তৃণমূলের একতা শক্ত ঘাঁটি আর সেই ঘাঁটিতে আঘাত আনতে গেলে এধরনের তথ্য তুলে ধরতে হবে মানুষের কাছে। তবে এখনও সেভাবে বিজেপির পক্ষ থেকে কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। এখনও বিজেপি ৬টা ওয়ার্ডে জনপ্রিয় ও স্বচ্ছ মুখের সন্ধান করছে।

যদিও গড়িয়ার ৬টা ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ড- সাধারণ, ২ নং ওয়ার্ড – সাধারণ মহিলা সংরক্ষণ, ৩ নং ওয়ার্ড – সাধারণ, ৪ নং ওয়ার্ড – সাধারণ, ৫ নং ওয়ার্ড – তপশিলি জাতি সংরক্ষিত (মহিলা), ৬ নং ওয়ার্ড – সাধারণ মহিলা সংরক্ষণ। তবে এই ৬টা ওয়ার্ডের মধ্যে বিজেপি সব থেকে শক্তিশালী ২ নং ওয়ার্ড তারপরেই রয়েছে ৫ নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ড। ৫ নং ওয়ার্ডের ক্ষেত্রে বলা যেতেই পারে গতবার নির্বাচনে বিজেপি প্রার্থী সুব্রত বিশ্বাসের স্ত্রী এবারের সম্ভাব্য প্রার্থী।৬ নং ওয়ার্ডে ভাবা হচ্ছে স্বপন সিনহার মেয়ের নাম। বাকি ওয়ার্ডের প্রার্থী নিয়ে জোর দিয়েছে বিজেপি বিশেষ করে ১ নং ও ২ নং ওয়ার্ড নিয়ে। সেক্ষেত্রে ৩ নং ওয়ার্ড পিছিয়ে নেই, তারাও চেষ্টা চালাচ্ছে অশোকা মৃধার বিরুদ্ধে জোড়াল প্রার্থী দিতে। প্রার্থী তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।তবে লকেট প্রচারে এলে চিন্তার ভাজ ফেলতে পারে বলে মনে করছে অনেকে কারণ বর্তমানে বিজেপি ব্রিগেডে লকেট যথেষ্ট লড়াকু নেত্রী।রাজ্যে যেখানে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে বা অত্যাচার হচ্ছে লকেট চ্যাটার্জি সেখানেই পৌঁছে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *