রাজনীতি

তৃণমূল ভবনের বৈঠকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরও,৩টি বিষয়ে জোর

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৮ই নভেম্বর ২০১৯ : এনআরসি ইস্যুতে আরও প্রচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রচার পরামর্শদাতা প্রশান্ত কিশোর একই বার্তা দিলেন দলের নেতাদের। জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে ৩ টি নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোর। আর সব কটি নির্দেশেই সীলমোহর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম বিষয়টি ছিল এনআরসি। প্রথম থেকেই এই ইস্যুতে সরব তৃণমূল। এই রাজ্যে এনআরসি কার্যকর হতে দেওয়া হবে না বলে রীতিমতো চ্যালেঞ্জের সুরে কেন্দ্রকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দলনেত্রী। দলের কর্মীদের এনিয়ে সাধারণের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগেই। এবার সেই নির্দেশ ফের দেওয়া হল।

সূত্রের খবর, বৈঠকে প্রশান্ত কিশোর বলেন, ‘প্রতিটি মানুষের মগজে ঢুকিয়ে দিতে হবে এনআরসি রাজ্যে কার্যকর হলে কী ক্ষতি হতে পারে’। এর জন্য বুথে বুথে গিয়ে সাধারণকে বোঝানোর নির্দেশও দিয়েছেন মমতা এবং পিকে। আলোচনায় দ্বিতীয় বিষয়টি ছিল তপশিলি জাতি উপজাতি ভুক্ত মানুষের আরও বেশি করে কাছে টানার নির্দেশ। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে এই সম্প্রদায়ের মানুষদের থেকে সেভাবে সাড়া পায়নি তৃণমূল। পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন সবেতেই বিজেপির পাশে তপশিলি মানুষদের থাকতে দেখা গিয়েছে বলে পরিসংখ্যানেই স্পষ্ট। এদিনের নির্দেশের মধ্যে তৃতীয় যে কাজে জোর দিতে বলা হয়েছে তা হল ‘দিদিকে বলো’ কর্মসূচি। রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের নেতৃত্বে ‘দিদিকে বলো’ কর্মসূচি ইতিমধ্যেই সাফল্য পেয়েছে বলে দাবি করে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দলকে আরও ডিভিডেন্ড তুলতে হবে। বুথ পর্যায়ে এই কর্মসূচি আরও বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *