রাজনীতি

রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে তৃনমূল যুব ও জয়হিন্দ বাহিনীর উদ্যোগে পালিত হল ২১শে জুলাই

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২১শে জুলাই ২০২১ : ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মহাকরণ অভিযানে গুলি চালায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন ১৩ জন আন্দোলনকারী। সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১শে জুলাই পালিত হয় শহিদ দিবস।

আজকের এই দিনে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা দলীয় কর্মীদের নিয়ে গোটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় শহিদ দিবস পালন করা হল।বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গতবারের মতোই এবছরও রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে তৃনমূল যুব কংগ্রেস ও জয়হিন্দ বাহিনীর উদ্যোগে গোটা ওয়ার্ডের বেশ কিছু জায়গায় পালিত হয় শহিদ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার তৃনমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত সহ অনেকে। জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করে শহিদ দিবসে নেত্রী মমতা ব্যানার্জির দলের প্রতি বার্তা ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণাও শোনানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *